আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে কিছু অতি গুরুত্বপূর্ণ গৃহস্থালির টিপস। এগুলো সব সময় সাংসারিক নানা কাজে ব্যবহৃত হয়ে থাকে। দেখে নিন গৃহস্থালির কিছু প্রয়োজনীয় টিপস।
গৃহস্থালির কিছু প্রয়োজনীয় টিপসঃ
- অনেক সময় খাবার নষ্ট হয়ে গিয়ে ফ্রিজে বাজে গন্ধ হয়। দুর্গন্ধ দূর করতে নষ্ট হওয়া খাবারটি সরিয়ে দু-তিনটি খবরের কাগজ ভেতরে রেখে দিন। সারা রাত রেখে দিলে সকালে দুর্গন্ধ চলে যাবে।
- গাছের টবে অনেক সময় পিঁপড়া জমে। পিঁপড়া দূর করতে প্রথমে টবের পানি বের হওয়ার ছিদ্রটা বন্ধ করে দিন। এবার টব ভরে পানি ঢালুন, যতক্ষণ না উপচে ওঠে। এভাবে রেখে দিন ৫-৭ মিনিট। দেখবেন পিঁপড়া মরে ওপরে ভেসে উঠছে। তারপর পানিটা কাত করে ফেলে টবের বন্ধ মুখ খুলে দিন। খুব বেশি পিঁপড়া থাকলে পর পর কয়েক দিন করতে হবে।
- প্লাস্টিকের বক্সে অনেক সময় খাবারের দাগ লেগে যায়। হলদেটে দাগ সহজে উঠানো যায় না। দাগ উঠানোর জন্য প্রথমে ডিশ ওয়াশিং সাবান পানিতে প্লাস্টিকের বক্সটি সারা রাত ডুবিয়ে রাখুন। এরপর হালকা গরম পানিতে বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে পেস্টটি পুরো বক্সটি ভালো করে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দাগ থাকবে না।
- চামড়ার জুতায় দাগ লাগলে সহজে উঠতে চায় না। দাগ উঠানোর জন্য প্রথমে ঠাণ্ডা পানি ও ভিনেগার সমপরিমাণে মিশিয়ে চামড়ায় স্প্রে করুন। এরপর ভেজা কাপড় দিয়ে দাগের স্থানটিতে কিছুক্ষণ ঘষে মুছে ফেলুন। দাগ চলে যাবে।
- অসাবধানতাবশত মেঝেতে নেইলপলিশ পড়লে সে স্থানে সঙ্গে সঙ্গে চিনি ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে এরপর কাপড় দিয়ে মুছে ফেলুন। নেইলপলিশ উঠে আসবে।
- পাস্তা সিদ্ধ করার সময় লবণ ঠিক রাখতে পানি প্রথমে ফুটে উঠতে দিন। তারপর সেই ফুটন্ত পানিতে দিন লবণ। প্রয়োজনের তুলনায় একটু বেশি দিন। সেই পানিতে সিদ্ধ করুন পাস্তা।
- ফ্রিজে পেঁয়াজ রাখার কারণে গন্ধ ছড়িয়ে পড়ে। একটি বাটিতে বেকিং পাউডার ঢেলে রেখে দিন সারা রাত। সকালে ফ্রিজ খুললে দেখবেন গন্ধ দূর হয়েছে।
- খাবার রাখার কারণে অনেক সময় প্লাস্টিকের বক্সে খাবারের গন্ধ থেকে যায়। গন্ধ দূর করতে খবরের কাগজ ভাঁজ করে বক্সের মধ্যে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দিন সারা রাত। সকালে দেখবেন বক্সে কোনো গন্ধ নেই।
- নতুন পণ্যের স্টিকার অনেক সময় সহজে উঠানো যায় না। অর্ধেকটা উঠানোর পর অর্ধেক লেগে থাকে। স্টিকার উঠাতে এর ওপর ভিনেগার লাগিয়ে নিন। একটু শুকালে আবার লাগান। ৫ মিনিট পর টুথব্রাশ দিয়ে হালকা ঘষা দিয়ে ধুয়ে ফেলুন।
- নেইলপলিশের ঢাকনা অনেক সময় শক্ত হয়ে আটকে যায়। খুলতে বিপাকে পড়তে হয়। সমস্যা এড়াতে নেইলপলিশের ঢাকনায় রাবার ব্যান্ড পেঁচিয়ে রাখুন। তাহলে সহজেই খুলতে পারবেন।