পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের বদলে আর কী কী ব্যবহার করতে পারেন?

এতদিন তো পিরিয়ড হলেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এসেছেন নিশ্চয়ই? নেওয়াও দিব্যি সুবিধা, চাই কি পিরিয়ডের সময়েও আপনি এক ছুটে বাসে উঠে পড়তে পারবেন। তা স্যানিটারি ন্যাপকিন তো অ্যাদ্দিন ব্যবহার করে এসেছেন নিশ্চিন্তে। কিন্তু স্যানিটারি ন্যাপকিন নেওয়াও যে খুবই বিপদের, সেকথা তো আর জানেন না! কি? অবাক হচ্ছেন নাকি?

সর্বনেশে ন্যাপকিন!

পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করাও যে মোটেই নিরাপদ নয়, তা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন কেমিক্যাল, সিন্থেটিক জিনিসপত্র, তুলো দিয়ে তৈরি তো হয় বটেই, তাছাড়াও এতে থাকে ব্লিচিং এজেন্ট। আর দীর্ঘদিন ধরে আপনার সেনসিটিভ জায়গাটি যদি মারাত্মক ক্ষতিকর ব্লিচিং এজেন্টের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু ক্যান্সার অনিবার্য। আর এমনিতেই একটা স্যানিটারি ন্যাপকিন ৩-৪ ঘণ্টার বেশী ব্যবহার না করাই ভালো। নানারকম র‍্যাশ, ইনফেকশন তো হতেই পারে। তাই টি.ভি.-তে অ্যাড দেখে ১০ ঘণ্টাও টানা ব্যবহার করা যায় যে সমস্ত ন্যাপকিন, তা যদি কিনে থাকেন, তাহলে কিন্তু বিপদ! আর ব্যবহার করা স্যানিটারি ন্যাপকিন যেখানে-সেখানে ফেলে দেওয়া মানেও কিন্তু পরিবেশের বারোটা বেজে যাওয়া!

চিন্তায় পড়লেন নাকি?
এইসব শুনে চিন্তায় পড়ে গেলেন তো? ভাবছেন নিশ্চয়ই স্যানিটারি ন্যাপকিনের বদলে আপনি কী ব্যবহার করতে পারেন? চাপ নেবেন না একদম। আমরা আছি কি করতে? দেখে নিন।

ট্যাম্পন –
ট্যাম্পনের নাম নিশ্চয়ই শোনেননি? কিন্তু পিরিয়ডের সময় ট্যাম্পনের ব্যবহার কিন্তু আজকাল খানিক বাড়ছে। ট্যাম্পন আদতে সফট অ্যাবসরবেন্ট মেটিরিয়ালে তৈরি একটা জিনিস, যা আপনার যোনির মধ্যে খুব সহজেই ঢুকিয়ে দিতে পারবেন। আর এটা আপনার পিরিয়ডের সময় রক্তকে শুষে নিয়ে ফ্লো-টা আটকে দেবে।

কেন ট্যাম্পন?
১. ন্যাপকিনের থেকে কিন্তু ট্যাম্পনকে খানিক হাইজিনিক বলেই মানা হয়। আর তাছাড়া এটা হ্যান্ডেল করাও খুব সোজা। জাস্ট যোনির ভেতরে ঢুকিয়ে দিলেই হল। আপনার কাজ শেষ। বাকি কাজ করবে ট্যাম্পনই। এমনকি আপনি বুঝতেও পারবেন না যে আপনার পিরিয়ড হয়েছে!

২. দেখতেও বেশ ছোট সাইজের। ডিসপোজ করাও খুব সোজা। ৩. স্যানিটারি ন্যাপকিন আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করলে খারাপ একটা স্মেল পাওয়া যায়, কিন্তু ট্যাম্পনের ক্ষেত্রে সে চান্সই নেই।

৪. আর পিরিয়ডের সময় যদি আপনার সাঁতার কাটা বা অন্য কোনো হেভি অ্যাক্টিভিটিস থাকে? ট্যাম্পন ব্যবহার করলে কিন্তু আপনি নিশ্চিন্তে সেটাও করতে পারেন।
কিন্তু সাবধান!

১. তবে ট্যাম্পন যদি ব্যবহার করতে চান, তাহলে একে ঠিকভাবে ঢোকানোর প্রসেস আপনাকে জানতেই হবে। ভুলভাবে ব্যবহার করলে কিন্তু অস্বস্তি, ইরিটেশন তো হয়ই, তাছাড়া আরও নানা সমস্যাও হতে পারে। এমনকি ব্যথাও হতে পারে।

২. কখন ট্যাম্পন চেঞ্জ করতে হবে তা বোঝা খানিক কঠিন। আর বেশী সময় যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু বিষক্রিয়াও হতে পারে। সাধারণত একটা ট্যাম্পন ৪-৫ ঘণ্টার বেশী ব্যবহার না করাই ভালো।

৩. আর স্যানিটারি ন্যাপকিনের মতো এগুলোও কিন্তু ইকো ফ্রেন্ডলি নয়। তাই দূষণের সম্ভাবনা থেকেই যায়।

৪. আর এমনিতেই মেয়েরা যোনির ভেতরে বাইরের আর্টিফিশিয়াল কিছু ঢোকাতে চান না। তাই আপনার যদি অস্বস্তি হয়, তাহলে ট্যাম্পন ব্যবহার না করাই ভালো।

মেন্সট্রুয়াল কাপ –

পিরিয়ডের সময় মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করা কিন্তু সবথেকে সেফ। এটা একটা কাপ লাইক কালেক্টরের মতো। জাস্ট আপনার যোনির মধ্যে ঢুকিয়ে দিলেই হল। এটা দিব্যি একটা কাপের মতো কাজ করবে। তা কেন ব্যবহার করবেন, তা তো আগেই ‘দাশবাস’ পেজ থেকে আপনারা জেনে গেছেন। তা আজ জানাই মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের সুবিধা আর অসুবিধার কথা।

কেন মেন্সট্রুয়াল কাপ?
১. আপনার যদি হেভি পিরিয়ড হয়, তাহলে এটাই আপনার বেস্ট অপশন হতে পারে। অনেক বেশী সময় ধরে ব্যবহার করতে পারবেন। রাতে ঘুমোনোর সময়েও থাকবেন নিশ্চিন্ত। জাস্ট খেয়াল রাখবেন কাপ ভর্তি হয়ে যাচ্ছে কিনা। ভর্তি হয়ে গেলে ব্লাডটা ফেলে দিলেই হল! এমনিতে ১০-১২ ঘণ্টা নিশ্চিন্তে নেওয়া যায়।

২. আরামদায়কও বটে। কোনো ব্যথা বা ক্র্যাম্পের সম্ভাবনাও নেই। ৩. কোনো বিষক্রিয়ার সম্ভাবনাই নেই। কারণ এতে কোনো কেমিক্যাল বা সিন্থেটিক মেটিরিয়াল নেই।

৪. একবার ব্যবহার করে ব্লাডটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হল। আবার ব্যবহার করতে পারবেন। আর তাই খরচাও কিন্তু কম। ভেবে দেখুন, সমীক্ষা কিন্তু বলছে, একজন মেয়ে তার সারাজীবনে মোটামুটি ১০০০০ ন্যাপকিন ব্যবহার করে থাকে। এবার খরচার বহরটা আপনি নিজেই বুঝবেন। সেখানে মেন্সট্রুয়াল কাপ আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ৫. পরিবেশ দূষণের কোনো সম্ভাবনাও নেই।

কিন্তু সাবধান!

১. ভেবে দেখুন, ব্লাড তো দিব্যি কালেক্ট হয়ে গেল। এরপরে রক্তটা ধোওয়ার প্রসেসটা কিন্তু একটু চাপের। আপনার সমস্যা হতেই পারে। ২. আপনার যদি ফাইব্রয়েডস, জরায়ুতে ইনফেকশন থেকে থাকে, তাহলে ব্যবহার না করাই ভালো।

৩. মেন্সট্রুয়াল কাপকে যত্ন করে রাখা, একবার ব্যবহার করার পর গরমজলে ফুটিয়ে তাকে স্টেরিলাইজ করাটা কিন্তু বেশ চাপের। ৪. ব্যবহার করার শুরুতে কিন্তু একটু সমস্যা হতেই পারে। তাই সাবধান থাকুন।

তথ্যসুত্রঃ Dusbus.com

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…