পিরিয়ডের পর বাড়ে একাধিক রোগের ঝুঁকি, হতে পারে হৃদরোগ থেকে ক্যান্সারও…

ঋতুস্রাব বা পিরিয়ডের পরই মেয়েদের বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কিন্তু বেড়ে যায়! আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…

ঋতুকালে (ঋতুস্রাব চলাকালীন) বা পিরিয়ডের সময় মেয়েদের কী কী সমস্যা হয়, তা নতুন করে বলার কিছু নেই। তবে ঋতুস্রাব বা পিরিয়ডের পরই মেয়েদের বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কিন্তু বেড়ে যায়! অনিদ্রার সমস্যা থেকে হৃদরোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই! আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…

আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ‘ক্লিভল্যান্ড ক্লিনিক জার্নাল অব মেডিসিন’-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, ঋতুস্রাব বা মেনোপজের পর দাঁতের গোড়া দুর্বল হয়ে যাওয়া, মাড়ির নানা সমস্যা-সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ঋতুস্রাব বা মেনোপজের পর ‘ওরাল হাইজিন’ নিয়ে আরও সতর্ক থাকা উচিত।

ঋতুস্রাব বা মেনোপজের পর অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। একধিক সমীক্ষায় জানা গিয়েছে, প্রায় ৯০ শতাংশ মহিলাই এ সময় অনিদ্রার সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন না। তাই বেশির ভাগ মহিলাই এ সময় ক্লান্তি, অবসাদ, মাথাধরার মতো একাধিক শারীরিক অস্বস্তিতে ভোগেন।

দেরিতে কিংবা অনিয়মিত ঋতুস্রাব বা মেনোপজ হলে হাড় ক্ষয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। হাড়ের ঘনত্ব ঠিক রাখতে ইস্ট্রোজেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিত্সকদের মতে, ঋতুস্রাবের প্রথম পাঁচ বছরের মধ্যেই ২০ থেকে ৩০ শতাংশ হাড় ক্ষয়ে যায়।

তাই চিকিত্সকদের পরামর্শ, এই সময় ডায়েটে ক্যালসিয়াম যুক্ত খাবার পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। একই সঙ্গে এই সময় সোডিয়াম কম খাওয়াই ভাল। সুস্থ থাকতে এই সময় কফি খাওয়ার পরিমাণ যতটা সম্ভব কমিয়ে দেওয়াই ভাল।

ঋতুস্রাব বা মেনোপজের পর শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৫ থেকে ৬৫ বছরের মহিলাদের বেশির ভাগের মধ্যেই কোনও না কোনও ধরনের হার্টের সমস্যা রয়েছে।

চিকিত্সকদের পরামর্শ, হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে ধূমপানের অভ্যাস ত্যাগ করাই ভাল। এর সঙ্গেই মেনে চলুন সঠিক ডায়েট।

কমবয়সীদের তুলনায় বয়ষ্ক মহিলাদের ঋতুস্রাব বা মেনোপজের পর স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট’-এর গবেষকদের দাবি, ৬০ বছরের পর প্রায় ২৫ শতাংশ মহিলার স্তন ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।

তাই স্তন ক্যানসার ঝুঁকি এড়াতে চিকিত্সকের পরামর্শ মেনে সপ্তাহে অন্তত ২ ঘণ্টা ব্যায়াম করা উচিত।

Related Posts

রোজা রেখে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী করবেন!

রোজার মাসে সবাই যেন খাবারের প্রতিযোগিতায় নেমে পড়ে। সারা দিন না খাওয়ার অভাবটুকু ইফতারে পুষিয়ে নেওয়ার জন্য কি এই প্রতিযোগিতা? কে কত খেতে বা রান্না করতে পারে।…

গলার অতিরিক্ত চর্বি কমানোর ১০টি সহজ উপায়…

আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েক দিন ধরেই লক্ষ্য করছেন তো জিনিসটা? আর ভাবছেন কী বাজে লাগছে মুখটা! অতিরিক্ত কী একটা ঝুলছে! আজ্ঞে হ্যাঁ, আমি গলায় জমে থাকা…

জানেন কি গরমে খাবারের চার্ট কেমন হওয়া উচিত?

গরমে অস্বস্তিতে সবাই। এরমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেকের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে। তাই গরমে সুস্থ থাকতে ঠিকঠাক খাবার চার্ট খুবই জরুরি-…

বয়স অনুযায়ী আপনার শিশুর প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন

বাচ্চার কতটুকু পানি প্রয়োজন সেটি আসলে নির্ভর করে বাচ্চার অবস্থা, ওজন ও বয়সের ওপর। জ্বর বা অসুখের সময় পানির বেশি প্রয়োজন। বেশি গরম পড়লে, খেলাধুলা করলে বেশি…

শারীরিক সৌন্দর্য বারাতে ও ওজন কমাতে রইল ১৪ টি সহজ ঘরোয়া উপায়

মাঝে মাঝে ব্যয়াম ও কখনো কখনো ডায়েট করে ওজন কমানোর লক্ষ্য অর্জন করাটা আসলেই দুঃসাধ্য।শরীরের বাড়তি মেদ নিয়ে আজকাল অনেকেই চিন্তিত। সুস্বাস্থ্যের জন্য তো বটেই, শারীরিক সৌন্দর্যের…

ওভেনের খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়!

কম সময়ে খাবার গরম করতে মাইক্রোওয়েভ ওভেনই ভরসা। আধুনিক এই যন্ত্রটি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। নামমাত্র সময়ে ঠান্ডা খাবার গরম করার এর চেয়ে ভাল উপায় আর নেই।…