নারীদের গোপন অঙ্গে দুর্গন্ধ ? জেনে নিন কী করবেন! – মায়ের হাতের রান্না

নারীদের গোপন অঙ্গে দুর্গন্ধ ? জেনে নিন কী করবেন! – মায়ের হাতের রান্না

গোপন অঙ্গে দুর্গন্ধ হওয়ার সমস্যাটা অনেকেরই আছে । বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশী । এবং এটা এতই বিব্রতকর একটি সমস্যা যে কাউকে বলাও যায় না । আবার সহ্যও করা যায় না । আর এমন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবার কথা তো কোন নারী চিন্তাও করেন না । কিন্তু মনে রাখবেন , আপনার স্বাভাবিক যৌন জীবনে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে গোপন অঙ্গে দুর্গন্ধ ।

দুর্গন্ধ দূর করার চেষ্টা করেও বারবার বিফল হয়েছেন ? আসুন জেনে নেই শরীরের স্পর্শ কাতর সেই অংশের দুর্গন্ধ  দূর করার কার্যকরী উপায়… 

প্রতিটি মানুষের শরীরে স্বাভাবিক একটি ঘ্রাণ আছে । মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় খুব সুক্ষ্মভাবে ঘ্রাণটি পরিবর্তিত হয়ে যায় । এছাড়াও মানুষের বগল , পায়ের পাতা কিংবা শরীরের অন্যান্য ভাঁজের জায়গায় দুর্গন্ধ হয়ে থাকে । গোপন অঙ্গটিও বাদ যায় না । তবে গোপন অঙ্গে দুর্গন্ধ হবার পেছনে আছে বেশ কিছু কারণ । যেমন –

► আপনার যদি স্বাস্থ্য ভালো হয়ে থাকে , তাহলে শরীরের ভাঁজে ভাঁজে ঘাম জমে যায় । সেখানে ব্যাকটেরিয়া জন্মায় ও দুর্গন্ধের সৃষ্টি হয় ।

► এছাড়া গোপন অঙ্গে ইস্ট বা ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে হতে পারে খুবই বাজে দুর্গন্ধ ।

► গোপন অঙ্গ সঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা , পিরিয়ডের সময় এক প্যাড দীর্ঘক্ষণ ব্যবহার করা ইত্যাদি কারণেও জন্ম নেয় দুর্গন্ধ ।

► এছাড়া খুব বেশী টাইট পোশাক দীর্ঘসময় পরিধান করলেও ঘামে দুর্গন্ধ হতে পারে । অনেকের প্রস্রাব লিক করার সমস্যা থাকে । সে কারণেও গন্ধ হতে পারে ।

কী করবেন ?

► প্রথমেই যা করতে হবে তা হলো পরিষ্কার পরিচ্ছনতা রক্ষা করা । নিজের গোপন অঙ্গের যত্ন খুব ভালোভাবে নিন । সর্বদা পরিষ্কার থাকুন । ভালো অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন ।

► বাজারে গোপন অঙ্গ পরিষ্কার করার জন্য ভালো কোম্পানির বিশেষ ধরণের সাবান ও বডি ওয়াশ কিনতে পাওয়া যায় , সেগুলো ব্যবহার করুন ।

► গোপন অঙ্গে পাউডার ব্যবহার করতে হলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও সুগন্ধী পাউডার ব্যবহার করুন । তবে দীর্ঘসময় একই স্থানে পাউডার দিয়ে রাখবেন না ।

► নিজের প্যানটি পরার আগে পারফিউম ছিটিয়ে নিন ।

► বেশী টাইট পরবেন না পোশাক । গোপন অঙ্গে দুর্গন্ধ হলে ঢিলেঢালা পোশাক পরাই সবচাইতে ভালো ।

► ভালো করে খেয়াল করুন । চুইয়ে চুইয়ে প্রশ্রাব এসে কি প্যানটি ভিজে যায় ? এমন সমস্যা অনেক নারীরই থাকে । যদি তা হয় তো অবিলম্বে ডাক্তারের কাছে যান ।

► ভালো কোম্পানির স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন । পিরিয়ডের সময় বাড়তি পরিছন্ন থাকুন ।

► গোপন অঙ্গ পরিষ্কার করতে উষ্ণ পানি ব্যবহার করুন । যতবার টয়লেট ব্যবহার করবেন , প্রতিবার ভালো করে সাবান দিয়ে পরিছন্ন হোন ।

এসবের পরেও যদি গোপন গঙ্গের গন্ধ দূর করতে না পারেন , অবশ্যই ডাক্তারের কাছে যান । এটা হতে পারে অন্য কোন শারীরিক সমস্যার ইঙ্গিত ! লজ্জায় নিজের শরীরকে অবহেলা করবেন না । দেশে অনেক ভালো ভালো গাইনি ডাক্তার আছেন । অবশ্যই তাদের পরামর্শ নিন ।

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…