মধ্য কলকাতার নারকেলডাঙায় বুকে বন্দুক ঠেকিয়ে স্বামীর দু’ কান কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার বোনকে গ্রেফতার করল পুলিস।
নারকেল ডাঙার নর্থ রোডের বাসিন্দা বছর ২০-র যুবক তনভির। ২ বছর আগে তাঁর থেকে বয়সে ২০ বছরের বড় মমতাজ বিবিকে বিয়ে করেন তনভির।
অভিযোগ, বিয়ের পর থেকেই তনভিরের উপর অত্যাচার শুরু করে মুমতাজ। অত্যাচারের জেরে বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়েও যায় তনভির। কিন্তু প্রতিবারই তাঁকে ফের আবার বাড়িতে ধরে আনে মমতাজ ও তাঁর সঙ্গী-সাথীরা।
তনভিরের মা জানিয়েছেন, তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য বহুবার মুমতাজকে হাতে-পায়ে অনুরোধ করেন তিনি।
এমনকি তনভিরকে ছেড়ে দেওয়ার কথা বলে তার ‘বিনিময়ে’ একটি বাড়ি বিক্রি করে দেয় মমতাজ। নিজে সব টাকা আত্মসাত্ করার পরও তনভিরকে ছাড়েনি মমতাজ।
গত ১৮ জুলাই অশান্তি চলাকালীন তনভিরের দু-কান কেটে নেওয়ার অভিযোগ ওঠে স্ত্রী মমতাজ ও মারিয়ামের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতে তুমুল উত্তেজনা ছড়ায় মধ্য কলকাতার নারকেলডাঙায়। থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর থেকে পলাতক ছিল মমতাজ বিবি ও তাঁর বোন মারিয়াম বিবি।
এতদিন পর মমতাজ ও মারিয়ামকে গ্রেফতার করে পুলিস। তাদের বুধবার শিয়ালদা আদালতে পেশ করা হয়।
তনভিরেরও কানে অস্ত্রোপচার হয়। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।