এখন আপনাদের জন্য একেবারেই অন্য রকম একটি চা এর রেসিপি শেয়ার করবো । আশা করি আপনাদের অনেক ভাল লাগবে । দেখে নিন মশলা চা এর রেসিপি।
উপকরণঃ
পানি ৪ কাপ
গুঁড়া দুধ –১২ চা চামচ
চা পাতা –৪ চা চামচ
চিনি -৪ চা চামচ
লেবু পাতা ৪ টা
আদা -৩ চা চামচ
এলাচের খোসা –৬ টা
দারচিনি- ২ টুকরা
মশলা চা তৈরির পদ্ধতি
প্রনালিঃ
চায়ের ডেকচিতে পানি,দুধ, চিনি,এলাচের খোসা, লেবু পাতা,আদা, দারচিনি মিশিয়ে ভাল করে জ্বাল দিতে হবে। জ্বাল হলে চাপাতা দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে ছেঁকে গরম গরম পরিবেশন করুন মজাদার মশলা চা।