একটু বেশি কাজ করলে অথবা খুব বেশিক্ষণ বশে থাকার পরেও আমাদের শরীরে ব্যথা হতে পারে । কিন্তু সেই ব্যথার উৎপত্তি ঠিক কি থেকে তা জানা খুব দরকার । কারণ অনেক সময় আপনার থাইরয়েড থেকেও কিন্তু আপনার ব্যথা বেদনার সূত্রপাত হতেই পারে । কীভাবে বুঝবেন আপনিও থাইরয়েড রোগে আক্রান্ত ? জেনে নিন থাইরয়েডের কিছু উপসর্গ…
থাইরয়েড রোগের কিছু উপসর্গ , জেনে নিন –
১) যাঁরা থাইরয়েডে আক্রান্ত তাঁদের অনেক সময় মাংস পেশীতে টান ধরে এবং জয়েন্টে ব্যথার সৃষ্টি হয় । এই ব্যথা সাধারণত হাতে এবং পায়ের পেশীগুলিতেই লক্ষ্য করা যায় । অনেক সময় থাইরয়েডের পরিমাণ শরীরে বেড়ে যাওয়ার ফলে শরীর খুব ক্লান্ত লাগে ।
২) থাইরডেয়ের সঙ্গে গলার বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় । থাইরডেয় গ্রন্থির সম্প্রসারণ হওয়ার জন্যই আমাদের গলায় সমস্যার সৃষ্টি হয় । গলা ধরে যেতে পারে , গলার আওয়াজ পরিবর্তন , গলায় ব্যথা প্রভৃতি লক্ষ্যণগুলি দেখতে পাওয়া যায় ।
৩) থাইরয়েড খুব বেশি পরিমাণে বাড়লে তা চুল এবং ত্বকের ওপর অনেক বেশি প্রভাব ফেলে । যেমন প্রচুর পরিমাণে চুল উঠে যায়ে । এমনকি চুল ভঙ্গুর হয়ে পড়ে এবং আস্তে আস্তে সব চুল উঠে যেতে থাকে । এছাড়া ত্বক খুব মোটা হয়ে যায় এবং খসখসেও হয়ে যেতে থাকে ।
৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং পেটের বিভিন্ন সমস্যা ধরা পরে । খাবার ঠিক করে হজম হয় না । যার জন্য ডাইরিয়া এবং পেটে ব্যথা হতে পারে ।
৫) ঋতুচক্র ঠিক মতো হয় না । ঠিক সময় মতো অথবা ঋতুচক্রের সময় পেটে অসম্ভব ব্যথা হয় । এছাড়া গর্ভাবস্থায় থাইরয়েডের জন্য অনেক সমস্যা দেখা দেয় । যেমন ভ্রুণ নষ্ট হয়ে যেতে পারে ।
৬) যদি আপনার রাগ এবং অবসাদ বেড়ে যেতে শুরু করে তাহলে ভাববেন আপনার থাইরয়েড হয়েছে । কারণ এই থাইরয়েডের জন্যই অনেক সময় অবসাদে ভুগতে দেখা গেছে অনেককে । এর থেকে মেজাজ খিঁটখিঁটেও হয়ে যেতে পারে ।
৭) আপনি হয়ত ডায়েটের কোনও পরিবর্তন করছেন না , তা সত্ত্বেও যদি আপনার ওজন বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু থাইরয়েড পরীক্ষা করান । কারণ থাইরয়েডে অনেক সময় ওজন বেড়ে যেতে পারে আবার ওজন অস্বাভাবিক কমেও যেতে পারে ।