ডিমের দোপেয়াজি, বিজি লাইফে ইজি রান্না! – মায়ের হাতের রান্না

ডিমের দোপেয়াজি, বিজি লাইফে ইজি রান্না! – মায়ের হাতের রান্না

আর এই ভুনা বা ডিমের দোপেয়াজি রান্না করতে পারে না এমন কেউ নাই ৷
বিবাহিত ,অবিবাহিত ,সবাই পারে এই রান্নাটা৷
সব চেয়ে বেশি ভালো মজা করে রান্না করতে পারে ব্যাচেলাররা ৷

তবে এই ডিমের দোপেয়াজি অনেক ভাবে রান্না করেন অনেকে ৷
কেউ টমাটো দেয় ,কেউ বা আলু দেয় কেউ আবার ঝোল ঝোল রাখে ৷
নানারকম নানাপদ্ধতি আছে এই ডিম ভুনার ৷
তবে আমার আজকে সে রেসিপিটা দিবো সেটা একদম সহজ ৷
ধরেন ঘরে ডিম আছে আর পেয়াজ আর কিছু নাই ৷
সেক্ষেত্রে এই ডিম ভুনা রান্না করতে পারবেন ৷

চলেন দেখি সহজ রেসিপি টিঃ

উপকরণঃ

ডিম আপনাদের মন মতো , যত গুলো ডিম নিবেন তার দ্বিগুন পরিমান পেয়াজ কাটা ৷
যেহেতু দোপেয়াজি তাই পেয়াজ বেশি লাগবে ৷
মসলা মধ্য লাগবে পরিমান মতো হলুদ,
পরিমান মতো মরিচ গুড়া ,
আর ভাজা ঝিরা গুড়া ,
অল্পপরিমান আদা,
রসুন বাটা ৷
আর কাঁচামরিচ ফাঁলি আর ধনিয়া পাতা ৷ পরিমান মতো তেল এবং লবন ৷

অনেক সময় ডিম দিদ্ধ পর ডিমের খোসা ফেলতে গেলে ডিমের সাদা অংশ অনেকটাই পরে যায় ৷ সেক্ষেত্রে ডিম দিদ্ধ সময় লবন অথবা বেকিং পাউডার দিয়ে সিদ্ধ করুন ৷ তাহলে ডিম খোসা সুন্দর ভাবে ফেলতে পারবেন ৷

প্রস্তুত প্রাণালীঃ

কড়াইতে তেল গরম করে প্রথমে ডিম গুলো হালকা লবন আর হলুদ মেখে ভেজে দিন ৷
পেয়াজ কাটা দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেন ৷
পেয়াজ ভাজা হলে আদা,রসুন বাটা লবন দিয়ে কষিয়ে নিতে হবে ৷

আদা,রসুন ভাজা হলে একেএকে সব মসলা দিয়ে দিন এবং সব মসলা ভালো করে কষিয়ে নিন ৷
এবার পরিমান মত ঝোল দিন এবং সর্বশেষ ভাজা আস্তডিম সাথে ফাঁলি করা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষন ঢেকে রেখে রান্না করলে হয়ে গেলো ডিম ভুনা ৷

নামানোর আগে ভাজা ঝিরা গুলা আর ধনিয়া পাতা দিয়ে মানিয়ে নিন ৷
সব পানি শুকিয়ে গেলে এই ডিমের ভুনা বা দোপেয়াজি বেশি মজা হয় ৷

Related Posts

মসুর/বুটের ডাল ও মুরগির মাংস দিয়ে ভিন্নস্বাদে ‘চিকেন ডালনা’

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি চিকেনের রেসিপি। রেসিপিটির নাম চিকেন ডালনা। আশা করি ভালো লাগবে। উপকরণ : চিকেন ৪-৫ টুকরা, মসুর/বুটের ডাল ১ কাপ, আদা বাটা…

শিখে নিন ঘরেই চাইনিজ ভেজিটেবল তৈরি রেসেপি

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপি। ঘরে বসেই চাইনিজের স্বাদ নিতে শিখে নিন চাইনিজ ভেজিটেবল তৈরি পদ্ধতি। যা যা লাগবে : পেঁপে টুকরা…

করলার হরেক রকমের রেসিপি

আমাদের এখনকার আয়োজনে রয়েছে করলার হরেক রকমের রেসিপি। আমরা সবাই জানি করলা অনেক ধরনের উপকার করে শরীরের জন্য। একটু তিতা হলেও এর স্বাদ কিন্তু দারুন। দেখে নিন…

মাসালা বেগুন এর সহজ রেসিপি

বেগুন সারা পৃথিবীতেই অনেক পরিচিত একটি সবজি। পৃথিবীর বিভিন্ন দেশে বেগুনকে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। আজ দেখুন সুস্বাসু মাসালা বেগুন এর সহজ রেসিপি- উপকরণঃ বড় বেগুন…

ঢেঁড়স পাতুরির রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি একটি ভাজির রেসিপি। দেখে নিন মৌসুমী হাসানের ঢেঁড়স পাতুরির রেসিপি। উপকরনঃ ঢেঁড়স ৫০০গ্রাম, কুচো চিংড়ি ১/২কাপ(যে কোন…

শীতে মজার স্বাদে মটর পনির

এই শীতে মটরশুঁটির মতো মজার খাবার আর দ্বিতীয়টি হয় না। তাছাড়া ভেজিটেরিয়ান বা সবজি প্রেমীদের জন্য পনির একটি আদর্শ খাবার। তারা প্রায় সব কিছুতেই পনির খেতে পছন্দ…