ঝকঝকে টাইলস মেঝে ও দেয়ালের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। টাইলসে দাগ পড়লে সেটা যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলা উচিত।
দেখে নিন টাইলস কীভাবে পরিষ্কার করবেন…
সমপরিমাণ পানি ও হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে তৈরি করুন দ্রবণ। দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে টাইলসে ছিটিয়ে দিন। ২০ মিনিট পর পরিষ্কার করে ফেলুন। উজ্জ্বলতা বাড়বে টাইলসের।
টাইলসের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে তৈরি করুন পেস্ট। টুথব্রাশের সাহায্যে দাগের উপর লাগান পেস্টটি। ১০ মিনিট পর পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।
গরম পানির সঙ্গে ভিনেগার ও মিশিয়ে টাইলস মুছে নিন। ঝকঝকে হবে। বাসন পরিষ্কার করার সাবান দিয়েও দ্রুত পরিষ্কার করতে পারেবেন টাইলসের মেঝে।