ঝটপট ফুলকপি দিয়ে তৈরি করে ফেলুন মজার নাস্তা!

ঝটপট ফুলকপি দিয়ে তৈরি করে ফেলুন মজার নাস্তা!

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি হলো ফুলকপি দিয়ে তৈরি একটি খাবার। দেখে নিন ফুলকপি দিয়ে মজার নাস্তাটি তৈরির রেসিপিটি।

উপকরণ:
ফুলকপি মাজারি সাইজ – ১টা,
পেঁয়াজ – ২টা,
রসুন – ৭/৮ কোয়া,
ক্যাপসিকাম – ১ টা,
কাঁচামরিচ – ৫/৬ টা,
টমেটো সস – ২ টেবিল চামচ,
সয়া সস – ৩ টেবিল চামচ,
লবণ,
চিনি – পরিমানমতো,
অ্যারারুট – ১/২ চা চামচ,
তেল– ২ টেবিল চামচ।

প্রণালী:
ফুলকপি ছোট ছোট টুকরো করে নিন।

পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম কুচি করে কেটে নিন।

কাঁচামরিচ গোল গোল করে কেটে নিন।

তেল গরম হলে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করুন।

সামান্য রং ধরলে কাঁচামরিচ, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করুন।

এরমধ্যে ফুলকপি দিয়ে নাড়াচাড়া করতে করতে লবণ, চিনি, সয়া সস, টমেটো সস দিন।

সামান্য পানি দিন।

সিদ্ধ হয়ে এলে অ্যারারুট ২ টেবিল চামচ পানিতে গুলে কপিতে দিন।

মাখামাখা করে নামিয়ে নিন।

Related Posts

একসাখে পুরির ৬টি রেসিপি

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে কিছু নানা ধরনের পুরির রেসিপি। বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন নানা ধরনের পুরির ৬টি রেসিপি। পালং পুরি যা…

সুজির মালাই পিঠা…

উপকরণ: দুধ ১ লিটার পরিমাণ, এলাচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ হাফ কাপ, বেকিং পাউডার হাফ কাপ, সুজি ১ কাপ,…

১২ টি রুটি, পাউরুটি ও পরোটা বানানোর রেসেপি

আজ আপনাদের সামনে একটি নয় মজার মজার ১২ টি রেসিপি নিয়ে হাজির হলাম আসুন তা হলে শিখেনি পরোটা,পাওরুটি,নান ও রুটির রেসিপি গুলো । ১। পাউরুটি প্রস্তুত প্রনালী…

বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস…

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই…

গ্যসের চুলায় নান রুটি তৈরির রেসিপি…

নান রুটি সাধারনত তৈরি করা হয় তন্দুরে বা ওভেনে। বাসায় তো আর তন্দুর বানানো সম্ভব না। আর যাদের ওভেন নেই তারা কি নান রুটি বানানো থেকে বাদ…

সংগ্রহে রাখুন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি…

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে অনেক মজার একটি খাবারের কয়েক পদের রেসিপি। এটি হলো পরোটার রেসিপি। দেখে নিন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি। আশা করছি ভালো লাগবে।…