জেনে নিন চাপ-পরোটা রেসেপি

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি নতুন মজার খাবারের রেসিপি। এটি খেতে অনেক সুস্বাদু এবং নাস্তার জন্য প্রযোজ্য একটি খাবার। দেখে নিন চাপ-পরোটার রেসিপি।

উপকরণ :

১. হাড়ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম,

২. কাবাব মসলা ২ চা চামচ,

৩. আদা ও রসুনবাটা ২ চা চামচ,

৪. পেঁয়াজ বাটা ২ চা চামচ,

৫. কাঁচা মরিচবাটা ২ চা চামচ,

৬. জিরা গুঁড়া ১ চা চামচ,

৭. ধনিয়া গুঁড়া ১ চা চামচ,

৮. সাদা গোলমরিচ গুঁড়া ১ চামচ,

৯. শুকনা মরিচ গুঁড়া ১ চামচ,

১০. পেঁপে বাটা এক কাপ,

১১. টক দই এক কাপ,

১২. লবণ স্বাদমতো,

১৩. তেজপাতা ২টি,

১৪. গরম মসলা গুড়াঁ ১ চা চামচ,

১৫. লেবুর রস ২ চা চামচ,

১৬. সয়াবিন তেল প্রয়োজনমতো।

 প্রণালি :
> গরুর মাংস পাতলা করে কেটে নিয়ে ছেঁচে নিতে হবে।

এর সঙ্গে পেঁয়াজ-রসুন-আদা-কাঁচা মরিচ বাটা, লবণ, কাবাব মসলা, জিরা, ধনিয়া গুঁড়া, তেজপাতা, গরম মসলা, টক দই ও লেবুর রস দিয়ে মেখে ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন।

> এবার ফ্রাই প্যানে তেল গরম হলে মাংস দিয়ে অল্প আঁচে রান্না করুন।

মাংস সিদ্ধ হলে আঁচে বাড়িয়ে ভাজতে থাকুন।

মাংসের রঙ কালচে হয়ে এলে নামিয়ে নিন।

পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পরোটা তৈরি :

উপকরণ :
১. ময়দা ৪ কাপ,

২. দুধ ২ টেবিল চামচ,

৩. ঘি ১ কাপ,


৪. চিনি ১ টেবিল চামচ,

৫. লবণ ১ চা চামচ,

৬. পানি পরিমাণমতো,

৭. তেল পরিমাণমতো।

প্রণালি :
> ময়দা, চিনি, লবণ, অর্ধেক ঘি ও দুধ দিয়ে মেখে পরিমাণমতো পানি দিয়ে পরোটার ডো তৈরি করুন।

এবার গোল রুটি বেলে তেলের প্রলেপ দিয়ে তার ওপর ময়দার ছিটিয়ে দিয়ে মাঝ থেকে পেঁচিয়ে পরোটার লেচি করে নিন।

এভাবে ২০ মিনিট রেখে দিন।

পছন্দের আকারে পরোটা বেলে ডুবো তেল ও ঘি তে সোনালী করে ভেজে তুলুন।

> সালাদের সঙ্গে পরিবেশন করুন।

Related Posts

একসাখে পুরির ৬টি রেসিপি

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে কিছু নানা ধরনের পুরির রেসিপি। বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন নানা ধরনের পুরির ৬টি রেসিপি। পালং পুরি যা…

সুজির মালাই পিঠা…

উপকরণ: দুধ ১ লিটার পরিমাণ, এলাচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ হাফ কাপ, বেকিং পাউডার হাফ কাপ, সুজি ১ কাপ,…

১২ টি রুটি, পাউরুটি ও পরোটা বানানোর রেসেপি

আজ আপনাদের সামনে একটি নয় মজার মজার ১২ টি রেসিপি নিয়ে হাজির হলাম আসুন তা হলে শিখেনি পরোটা,পাওরুটি,নান ও রুটির রেসিপি গুলো । ১। পাউরুটি প্রস্তুত প্রনালী…

বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস…

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই…

গ্যসের চুলায় নান রুটি তৈরির রেসিপি…

নান রুটি সাধারনত তৈরি করা হয় তন্দুরে বা ওভেনে। বাসায় তো আর তন্দুর বানানো সম্ভব না। আর যাদের ওভেন নেই তারা কি নান রুটি বানানো থেকে বাদ…

সংগ্রহে রাখুন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি…

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে অনেক মজার একটি খাবারের কয়েক পদের রেসিপি। এটি হলো পরোটার রেসিপি। দেখে নিন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি। আশা করছি ভালো লাগবে।…