ঘন আইব্রো চেহারার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় । সবার জন্মগতভাবে আইব্রো ঘন হয় না । কারো চিকন , কারো পাতলা , কারো আবার বেশি ঘন হয় । যাঁদের আইব্রো চিকন , তাঁরা মেকআপ দিয়ে ঘন করার চেষ্টা করেন । কিন্তু সব সময়ই তো আর মেকআপ করা সম্ভব হয় না । এ ক্ষেত্রে ঘরোয়া কিছু উপায়ে স্থায়ীভাবে আপনি আইব্রো ঘন ও সুন্দর করতে পারেন ।
চলুন তাহলে দেখে নেওয়া যাক আইব্রো ঘন করবেন কীভাবে…
প্রাকৃতিকভাবে আইব্রো ঘন করার কিছু উপায় তুলে ধরা হয়েছে । আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
আমন্ড অয়েল
আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন-এ , বি ও ই রয়েছে । এটি আইব্রো ঘন করতে বেশ কার্যকর । আইব্রো ও চোখের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এই তেল দিয়ে ম্যাসাজ করুন । সারা রাত এভাবে রেখে দিন । সকালে ভালো করে মুখ ধুয়ে ফেলুন ।
অ্যালোভেরার রস
অ্যালোভেরার রসে অ্যালোনিন নামে এক ধরনের পদার্থ রয়েছে , যা আইব্রোর নতুন চুল গজাতে সাহায্য করে । ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন অ্যালোভেরার রস দিয়ে চোখের চারপাশ ম্যাসাজ করুন । যতদিন পর্যন্ত আইব্রো ঘন না হয় , ততদিন এভাবে ম্যাসাজ করুন । দেখবেন , খুব দ্রুত আইব্রো ঘন হবে ।
নারকেল তেল
নারকেল তেল ত্বকের প্রোটিনের ঘাটতি পূরণ করে এবং আইব্রোর গোড়া শক্ত করে । এই তেলে লিউরিক এসিড রয়েছে , যা আইব্রোর নতুন চুল গজাতে সাহায্য করে । আর এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আইব্রোর সংক্রমণজাতীয় সমস্যার সমাধান করে ।
ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল দিয়ে আইব্রো ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন । ছয় মাস নিয়মিত এই তেল দিয়ে ম্যাসাজ করুন । দেখবেন , এমনিতেই আপনার আইব্রো ঘন হয়ে উঠবে ।
ডিমের কুসুম
ডিমের বায়োটিন আইব্রোর নতুন চুল গজাতে সাহায্য করে । ডিমের কুসুম আইব্রোতে দিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । দুই সপ্তাহ প্রতিদিন এভাবে ডিমের কুসুম ব্যবহার করলে আপনি নিজেই দেখতে পাবেন পরিবর্তন ।
মেথি
আইব্রো ঘন করতে নিয়মিত মেথি ব্যবহার করুন । এটি বেশ উপকারী । মেথি বেটে আইব্রোতে লাগিয়ে কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে অন্তত দুদিন এভাবে মেথি ব্যবহার করুন । দেখবেন , আপনার পাতলা বা চিকন আইব্রো ঘন হয়ে উঠবে ।