একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ মজার Optical Illusion। এই ধাঁধার খেলা খেলতে খেলতে নিজের চক্ষু পরীক্ষাটাও ঘরে বসে করে ফেলতে পারবেন আপনি। এই প্রতিবেদনের পরের অংশেই দেখুন খেলার প্রশ্ন ও উত্তর।
ধাঁধার নিয়ম
এই ধাঁধার খেলায় ACE লেখা ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ধাঁধার সঠিক উত্তর খুঁজে দিতে হবে। খেলার নিয়ম হল ACE লেখা ছবিতে লুকিয়ে থাকা অন্য শব্দ মাত্র 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে আপনাকেই। প্রথমে এই ধাঁধার ছবিটির দিকে তাকালে সবই এক লাগবে। কিন্তু মনে রাখবেন বিভ্রান্ত হতে দেবেন না নিজেকে। মাথা ঠাণ্ডা রেখে দেখলে এই ACE-র মধ্যেই খুঁজে পাবেন অন্য শব্দ।
আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
ধাঁধার উত্তরটি খুঁজে পেয়েছেন তো? আচ্ছা না পেলেও ঠিক আছে। অসুবিধা নেই। কারণ উত্তর খোঁজার জন্য দ্বিতীয় সুযোগ দিচ্ছি আমরা। ক্লু হিসেবে জেনে রাখুন, এই ধাঁধার ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ICE শব্দটিকে।
দ্বিতীয়বার আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
উত্তর পেলেন তো আপনি। ঠিক আছে না পেলে হতাশ না হয়ে ফের একবার চেষ্টা করে দেখুন। নিশ্চয়ই পারবেন।পরের ক্লুতে বলে রাখি, আপনার চোখের দৃষ্টিকোণ অনুযায়ী ছবির একদম নীচের দিকে রয়েছে ধাঁধাময় উত্তর।
তৃতীয়বার আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
বাহ! এবার Optical Illusion-টির উত্তর পেয়ে গিয়েছেন মনে হচ্ছে। এবারও না পেলে নীচের অংশে একটিবার তাকিয়ে দেখুন। উত্তর পেয়ে যাবেন।
উল্লেখ্য, উপরে দেওয়া Optical Illusionটির উত্তর যারা ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন তাঁদের জন্য অসংখ্য শুভেচ্ছা বার্তা রইল। আর যাঁরা দিতে পারেননি তাঁরা কিন্তু একদম চিন্তা করবেন না। কারণ এবারেও আপনাকে উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আপনি যে লুকানো শব্দ খুঁজছেন তা ACE লেখা ধাঁধার ছবিটার নীচের একেবারে বামদিকে তাকিয়ে দেখুন। ছবিটির একদম বামদিকের নীচ থেকে 2 নম্বর লাইনের শেষেই লুকিয়ে বসে রয়েছে ICE। আপনার খুঁজে পাওয়ার সুবিধার্থে উত্তরটি লাল হাইলাইটও করে দেওয়া হল।