ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার একটিমাত্র মগজাস্ত্র। কারণ এই মগজ যত সতেজ ও আপডেটেড থাকবে ততই আপনার সুবিধা। বাস্তবিক সময়ের টানাপোড়েনে মোকাবিলাও সহজ হয়ে যাবে। আর এই মুহূর্তে এই কাজটি করার একটি মাত্র উপায় হল অবসর সময়ে Optical Illusion খেলা। যেখানে আপনি সহজেই এই চ্যালেঞ্জের সমাধান করে নিজেকে পরীক্ষা করে নিতে পারবেন। এই প্রতিবেদনের পরের অংশেই দেখতে পাবেন ধাঁধার খেলার প্রশ্ন ও উত্তর।
এই ধাঁধার খেলায় CHEW লেখা ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ধাঁধার সঠিক উত্তর খুঁজে দিতে হবে। খেলার নিয়ম হল CHEW লেখা ছবিটিতে লুকিয়ে থাকা অন্য শব্দ কিন্তু মাত্র 10 সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে। তবেই আপনি জয়ী প্রমাণিত হবেন। প্রথমে এই ধাঁধার ছবিটির দিকে তাকালে সবই এক লাগবে। কিন্তু মনে রাখবেন বিভ্রান্ত না হয়ে মাথা ঠাণ্ডা রেখে দেখলে এই ছবির থেকেই উত্তর হয়ে বেরিয়ে আসবে অন্য শব্দ।
আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
কই ধাঁধার উত্তরটি এবার খুঁজে পেয়েছেন তো আপনি? আচ্ছা না পেলেও উত্তর খোঁজার জন্য আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি আমরা। ক্লু হিসেবে জেনে রাখুন, এই ধাঁধার ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে Chew শব্দটিকে।
দ্বিতীয়বার আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
এবারেও উত্তর না পেলে হতাশ না হবেন না। শেষ চেষ্টা করে দেখুন। নিশ্চয়ই পারবেন। পরের ক্লুতে বলে রাখি, আপনার চোখের দৃষ্টিকোণ অনুযায়ী ছবির একদম নীচের দিকে রয়েছে ধাঁধাময় উত্তর।
তৃতীয়বার আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
এবার নিশ্চিতভাবে এবার Optical Illusion-টির উত্তর পেয়ে গিয়েছেন মনে হচ্ছে। তবে না পেলে নীচের অংশে একটিবার দেখুন। উত্তর অবশ্যই পেয়ে যাবেন।
উল্লেখ্য, উপরে দেওয়া Optical Illusionটির উত্তর যাঁরা দিতে পারেননি তাঁদের জন্য এবারেও উত্তরটি খুঁজে নিয়ে এসেছে। আপনি যে লুকানো শব্দ খুঁজছেন তা CHEW লেখা ধাঁধার ছবিটার নীচের একেবারে বামদিকে তাকিয়ে দেখুন। ছবিটির একদম ডানদিকের 4 নম্বর লাইনের নীচের দিক থেকে 3 নম্বরেই লুকিয়ে বসে রয়েছে CREW।