Optical Illusion হল এমনই ধাঁধাময় ছবি যা মস্তিষ্ককে বিভ্রান্ত করে আপনার মনের ভিতর সুপ্ত বোধশক্তিকে টেনে বের করে নিয়ে আসে।
Optical Illusion হল এমনই ধাঁধাময় ছবি যা মস্তিষ্ককে বিভ্রান্ত করে আপনার মনের ভিতর সুপ্ত বোধশক্তিকে টেনে বের করে নিয়ে আসে। এইভাবে অপটিক্যাল বিভ্রম জ্ঞানীয় এবং পর্যবেক্ষণ দক্ষতার উন্নতিতে সাহায্য করতে পারে। আর এই বিভ্রমের নিয়মিত অনুশীলন একজন ব্যক্তির অনেক উপকারে আসে। তাই আপনি কি আপনার পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা করতে চান? এই প্রতিবেদনের পরের অংশেই দেখুন ধাঁধার খেলার প্রশ্ন ও উত্তর।
ধাঁধার নিয়ম
এই ধাঁধার খেলায় ঘাসে ঘেরা ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ধাঁধার সঠিক উত্তর খুঁজে দিতে হবে। খেলার নিয়ম হল ধাঁধার ছবিটিতে লুকিয়ে থাকা সংখ্যাটি খুঁজে দিতে হবে। এর জন্য কিন্তু মাত্র 10 সেকেন্ড সময় থাকবে আপনার হাতে। এর মধ্যেই খুঁজে বের করতে হবে উত্তর। তবেই আপনি জয়ী প্রমাণিত হবেন। প্রথমে এই ধাঁধার ছবিটির দিকে তাকালে কিছুই নজরে না পড়লেও আদতে কিন্তু এর আড়ালেই লুকিয়ে বসে রয়েছে আপনার প্রদেয় সংখ্যাটি।
আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
কই ধাঁধার ছবিটিতে এবার সংখ্যা খুঁজে পেয়েছেন তো আপনি? আচ্ছা না পেলেও অসুবিধা নেই। কারণ উত্তর আপনাকে খোঁজার জন্য দ্বিতীয় সুযোগ দিচ্ছি আমরা। ক্লু হিসেবে জেনে রাখুন, এই ধাঁধার ছবিতে লুকিয়ে রয়েছে তিনটি সংখ্যা।
দ্বিতীয়বার আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
কই উত্তর পেলেন তো। ঠিক আছে না পেলে হতাশ না হবেন না। আপনাকে ক্লু সমেত আরও একটি সুযোগ দিচ্ছি। পরের ক্লুতে বলে রাখি, এই ছবিতে যে তিনটি সংখ্যা রয়েছে। সেগুলি 648, 848, 643, 843-র মধ্যে যেকোনো একটি হতে পারে।
তৃতীয়বার আপনার সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
নিশ্চিতভাবে এবার Optical Illusion-টি থেকে উত্তর পেয়ে গিয়েছেন মনে হচ্ছে। এবারও না পেলে নীচের অংশে একটিবার দেখুন।
উল্লেখ্য, উপরে দেওয়া Optical Illusionটি থেকে সংখ্যাগুলি খুঁজে পেলে আপনার জন্য রইল শুভেচ্ছা। আর যাঁরা পারেননি তাঁরা কিন্তু একদম ভাববেন না। কারণ এবারেও আপনাকে উত্তরটি খুঁজে পেতে সাহায্য করবে। আপনি যে লুকানো শব্দ খুঁজছেন তা ঘাসের ছবিটার মাঝের দিকে দেখুন। ছবিটিতে ঘাসের আড়ালে আবছাভাবে লুকিয়ে বসে রয়েছে 648।