চুল পড়া নিয়ে চিন্তা ! ডিমের এই হেয়ারপ্যাকটি চুল পড়া বন্ধ করার সেরা উপায়!

চুল পড়া নিয়ে চিন্তা ! ডিমের এই হেয়ারপ্যাকটি চুল পড়া বন্ধ করার সেরা উপায়!

আসলে চুল পড়া নিয়ে চিন্তায় নেই এমন কাউকে খুঁজে পাওয়া একটু মুসকিল হয়ে যায়।

হ্যাঁ বন্ধুরা,চুল ঝরে পড়া আমাদের সবার কমন সমস্যা । চুল পড়া বন্ধ কারার জন্য সপ্তাহে অন্তত ১ দিন আমাদের হেয়ারপ্যাক ব্যবহার করা দরকার । এতে করে চুলে পুষ্টির অভাব পূরণ হয় । যার কারণে চুল পড়া বন্ধ হয় ।

আজকে আমি তোমাদের সাথে অসাধারণ একটি ডিমের হেয়ারপ্যাক শেয়ার করব যেটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে । আর এটি চুল পড়া বন্ধ করার সেরা উপায়গুলোর মধ্যে অন্যতম ।

ডিমের হেয়ারপ্যাকঃ
ডিমের হেয়ারপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদান

১ টি – ডিমের কুসুম
১/২ চামচ-এলোভেরা জেল
১ চামচ-অলিভ অয়েল
২ টি- ভিটামিন ই
ডিমের হেয়ারপ্যাক

ডিমের হেয়ারপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
হেয়ারপ্যাকটি বানানোর জন্য প্রথমে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে ১ টি ডিমের কুসুম নিতে হবে।
এরপর এলোভেরা জেল, অলিভ অয়েল ও ভিটামিন ই এড করতে হবে ।
এবার এদেরকে মিশিয়ে হেয়ারপ্যাক তৈরি করে নিতে হবে ।
এরপর এটি মাথার তালুর মধ্যে এপ্লাই করতে হবে ।

এপ্লাই করে ১০ মিনিট রেখে দিতে হবে ।
১০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
চুল লম্বা করার জন্য ডিমের হেয়ারপ্যাক
কিভাবে কাজ করবেঃ
ডিমের কুসুমঃ

ডিমের কুসুম চুলের বৃদ্ধির জন্য ভীষণভাবে কাজ করে । ডিমের মধ্যে থাকা ভিটামিন নষ্ট হয়ে যাওয়া রুক্ষ-শুষ্ক চুলকে ঠিক করে এবং চুল পড়াকে পুরুপুরিভাবে বন্ধ করে ।

এলোভেরা জেলঃ

অ্যালোভেরায় একধরণের এনজাইম আছে যা আমাদের তালুর ড্যামেজকে সারিয়ে তুলে এবং চুলের গুড়ায় পুষ্টি যোগায়, যার ফলে চুল পড়া বন্ধ হয় ও চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে।

অলিভ অয়েলঃ

চুল এবং মাথার তালুর জন্য ব্যাকটেরিয়া একটি বড় সমস্যা, যার ফলে চুল পড়ে যায় । অলিভ অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টিস আছে যা মাথার তালুর ব্যাকটেরিয়াকে দূর করে চুল পড়া কমিয়ে আনবে।

ভিটামিন ইঃ

ভিটামিন ই চুলের গুড়াই পুষ্টি জোগায় । তাই চুলে পুষ্টির অভাব পূরণ করার জন্যই এই প্যাকটিতে আমি ভিটামিন ই এড করেছি ।

নোটঃ

১। এই প্যাকটি নিয়ম করে সপ্তাহে ১ দিন চুলের মধ্যে লাগাতে হবে।

২। চুল ধুয়ার সময় হারবাল শ্যাম্পু ব্যবহার করা ভাল। বন্ধুরা, এই হেয়ারপ্যাকটি চুলপড়াকে কমিয়ে এনে তোমাদের সস্তি দিবে । এটি চুল পড়া কমানোর সাথে সাথে চুলকে আগের চেয়ে লম্বা করবে। এটি নিয়ম করে এপ্লাই করলে চুল পড়া পুরুপুরি বন্ধ হয়ে যাবে।

Related Posts

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু ও মজাদার। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া…

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

আলু আমেরিকায় প্রথম পাওয়া যায়। এই উপমহাদেশেও আলু এসেছে উপনিবেশিকদের হাত ধরে। এই বাঙ্গাল মূলকেই প্রথম আলু চাষ শুরু হয়। কোলকাতা থেকে আস্তে আস্তে আলু ছড়িয়ে পরে…

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

দিন দিন আমাদের দেশে ব্রোকলি বেশ জনপ্রিয় সবজি হয়ে উঠছে। কেউ কেউ এটিকে সবুজ ফুলকপিও বলেন। পুষ্টিবিদদের মতে এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। এই সবজিটি বেশ দুর্বল…

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে…

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

আজকের এই ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার মগজাস্ত্র। নিজের ব্রেনকে নিজেই করুন চ্যালেঞ্জ। আর এই সবটা করুন একটি মাত্র Optical Illusion-এর মাধ্যমে। একটু ধৈর্য্য সহকারে এই ধাঁধা…

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ…