চিকেন নাশি বিরিয়ানি এর সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

চিকেন নাশি বিরিয়ানি এর সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

চিকেন নাশি বিরিয়ানি সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশের অনেক জনপ্রিয় একটি খাবার। আজ দেখুন এই লোভনীয় খাবারের রেসিপিঃ

চিকেন নাশি বিরিয়ানি এর সহজ রেসিপি

বিরিয়ানির মুরগির জন্যঃ

উপকরণঃ

  • মুরগি ১২ টি রান চামড়া সহ (অথবা ২ টি মুরগি বড় বড় পিস করে কাটা )
  • পেয়াজ বাটা ৪ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা ৩ টেবিল চামচ
  • টক দই ১/২ কাপ
  • টমেটো ১ টি (বড় সাইজের)
  • কারি পাউডার ১ টেবিল চামচ
  • জয়ফল বাটা ১ চা চামচ
  • শাহী জিরা বাটা ১ চা চামচ
  • জয়ত্রি বাটা হাফ চা চামচ
  • পেয়াজ বেরেস্তা দেড় কাপ
  • আলু বোখারা ৬/৭ টি
  • গোলাপ জল ১ টেবিল চামচ
  • লবন পরিমান মত
  • তেল ১/২ কাপ
  • কাচাঁমরিচ ১০ টি

নাশি বিরিয়ানির জন্যঃ

উপকরণঃ

  • বাসমতি চাল মেজারিং কাপ এর ৫ কাপ (১ কেজি)
  • পেয়াজ কুচি হাফ কাপ
  • লেমন গ্রাস একটি পাতা
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • গরম মসলা ( এলাচি ,দারুচিনি)
  • টমেটো সস ১ টেবিল চামচ
  • নারিকেল দুধের পাউডার ১/২ কাপ
  • পানি ৯ কাপ (পানির সাথে নারিকেল দুধের পাউডার মিশিয়ে পানি গরম করে রাখতে হবে)
  • কেওড়া জল ১ টেবিল চামচ
  • কাজু বাদাম এবং কিসমিশ
  • পেয়াজ বেরেস্তা
  • ঘি ১/৪ কাপ

প্রনালিঃ

  • প্রথমে বাসমতি চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৷ মুরগি রান্না হতে হতে চাল নরম হয়ে যাবে ৷
  • এবার মুরগির টুকরা গুলো ধুয়ে মোটা কিচেন টিস্যু দিয়ে পানি ভালো করে মুছে নিন ৷
  • মুরগির সাথে ১ চা চামচ পরিমান লবন এবং ১ চা চামচ পরিমান হলুদ গুড়া মেখে রাখুন ৷
  • কড়াইতে তেল গরম করে পেয়াজ বেরেস্তা করে তুলে রাখুন এবং একই তেলে মুরগি গুলোও হালকা করে ভেজে তুলে রাখুন ৷
  • এখন এই তেলে পেয়াজ বাটা ,আদা,রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিন ।
  • ভাজা হলে টক দই, টমাটো, কারি পাউডার, জয়ফল,জয়ত্রি, শাহীজিরা বাটা দিয়ে একটু পানি এবং অল্প লবন দিয়ে ভালো করে মসলা কষিয়ে ভাজা মুরগি গুলো দিয়ে আবার মসলার সাথে কষিয়ে নিন ৷
  • অল্প একটু পানি দিয়ে মুরগি ঢেকে ৫/৬ মিনিট রান্না করুন ।
  • মুরগি প্রায় সিদ্ধ হয়ে আসলে বেশি করে পেয়াজ বেরেস্তা ,আলু বোখরা ,গোলাপ জল কাচামরিচ দিয়ে নেড়ে ২/৩ মিনিট চুলায় রেখে মুরগির মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে নিন ৷
  • অন্য একটি হাড়িতে চাল রান্নার জন্য ঘি, বাদাম ,কিসমিশ ভেজে তুলে রাখুন ।
  • এবার ঘি, এলাচ ,দারুচিনি, লেমন গ্রাস, এবং পেয়াজ দিয়ে বাদামি করে ভেজে সাথে আদা বাটা ,টমাটো সস দিয়ে কষিয়ে পানি ঝরানো চাল দিয়ে ৭/৮ মিনিট ভাজুন ৷
  • চাল ভাজার সময় হাত ব্যাথা হয়ে আসে তাই একটু ধৈয্য নিয়ে ভাজতে হবে ৷
  • ভাজার এ পর্যায়ে চাল রং পরিবর্তন হলে নারিকেল দুধ মিশানো গরম পানি দিয়ে সাথে পরিমান মত লবন দিয়ে নেড়ে দিন ৷
  • ৩/৪ বার বলগ উঠে যখন চাল হাফ রান্না হবে তখন আলাদা একটি হাড়িতে কিছু চাল উঠিয়ে রান্না করা মুরগির মাংস হাড়িতে ঢেলে দিন এবং তুলে রাখা চাল উপরে দিয়ে দিন ৷
  • এবার উপরে কেওড়া জল ,বাদাম ,কিসমিশ এবং পেয়াজ বেরেস্তা ছিটিয়ে ভালো ভাবে ঢেকে দমে রাখুন ২০ মিনিট ৷
  • আমার ঢাকনা ফাঁকা হয়ে থাকে তাই আমি হাড়ির মুখ প্রথমে ফয়েল পেপার দিয়ে ঢেকে পরে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়েছিলাম ৷
  • ২০ মিনিট পর বিরিয়ানি চুলা বন্ধ করে দিন ।

পরিবেশনঃ

  • বিরিয়ানি পরিবেশন আগে হালকা ভাবে নেড়ে মিশিয়ে নিন ।
  • গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন ।

Related Posts

শিখে নিন আপনার অজানা ৪টি বিরিয়ানি রেসিপি

খাসির লেগ রোস্টের বিরিয়ানি উপকরণ আস্ত মাটন লেগ রোস্ট ১টি, পেঁপে বাটা ২ টেবিল চামচ, দই ১ কাপ, বিরিয়ানির মসলা ৪ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল…

তন্দুরি চিকেন বিরিয়ানি এর সহজ রেসিপি

বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ আমরা দেখাবো কিভাবে সুস্বাদু তন্দুরি চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। তন্দুরি চিকেন বিরিয়ানি এর…

মজাদার স্পেশাল তেহারি রেসিপি

তেহারি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। আজ আমরা দেখাবো স্পেশাল তেহারি রেসিপি যা অনুসরন করে আপনি সহজেই সুস্বাদু তেহারি রান্না করতে পারবেন। মজাদার স্পেশাল তেহারি রেসিপি মাংস…

পারফেক্ট বিরিয়ানির রেসিপি

বিরিয়ানি জন্য বিখ্যাত পুরান ঢাকা। পুরান ঢাকার বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সব সময় তো আর পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব…

এই বৈশাখে ৬ পদের খিচুড়ি রান্না করুন ঘরেই

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে একটি রেসিপিগুচ্ছ। এবারের রেসিপিগুচ্ছটিতে দেওয়া হয়েছে কিছু খিচুড়ির রেসিপি। এই শীতে বৃষ্টির মধ্যে রাধতে পারেন এই খিচুড়ি। দেখে নিন খিচুড়ির ৬ পদের…

ফ্রাইড রাইসের নানা ধরনের রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি অনেক বড় রেসিপিগুচ্ছ। এই রেসিপিগুচ্ছটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিগুচ্ছটি থেকে আপনি নানা ধরনের ফ্রাইড রাইস রান্নার রেসিপি পাবেন এবং…