চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির গোপন রেসিপি – মায়ের হাতের রান্না

চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির গোপন রেসিপি – মায়ের হাতের রান্না

চাইনিজ ফ্রাইড রাইস আমাদের সবারই প্রিয় একটি খাবার যা আমরা চাইনিজ রেষ্টুরেন্টে গেলে সব সময় অর্ডার করে থাকি । কিন্তু এটা বাসাতেই বানানো যেতে পারে । উপাদানগুলোও আমাদের হাতের নাগালেই । এতে আপনি আপনার পছন্দ মতো তিন চার রকম সবজি ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন সবজিগুলো ফ্রাইড রাইসের সাথে যায় । প্রোটিন হিসেবে চিকিন প্রণ বা দুটোই একসাথে ব্যবহার করা যায় । এখানে চিকেন ব্যবহার করা হয়েছে ।

উপকরণ :

বাসমতি চাল – দুই কাপ
পানি – চার কাপ
তেল – ৪ টেবিল চামচ
রসুন কুচি – ১ টেবিল চামচ
মুরগি ছোট টুকরা করা – ১/২ কাপ
মটরশুটি – ১/৪ কাপ
গাজর (জুলিয়ান কাট) – ১/৪ কাপ
বরবটি টুকরা – ১/৪ কাপ
ক্যাপসিকাম – ১/৪ কাপ
টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
সয়াসস – ১ চা চামচ
ভিনেগার – ১ চা চামচ
লবণ – পরিমাণমতো

বাসমতি চালের ভাত রান্না :

চাল ভাল করে ধুয়ে পর্যাপ্ত পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন । পানি নিংরে চাল একপাশে সরিয়ে রাখুন ।

একটি ডিপ ননস্টিক প্যানে চারকাপ (চালের দ্বিগুন) পানি দিন । স্বাদ অনুযায়ী লবণ দিন ।

পানি ফুটতে শুরু করলে চাল দিন ও ঢাকনা দিয়ে রান্না করুন ১০ থেকে পনের মিনিট ।

ভাত হয়ে গেলে চুলা থেকে সরিয়ে নিন এবং ১০ মিনিট আরো ঢাকনা দিয়ে রাখুন ।

ভাত যেন লেগে না যায় সে জন্য রান্না করার সময় এক টেবিল চামচ ঘি দিতে পারেন । এতে ভাতের ফ্লেভারও সুন্দর আসবে ।

ফ্রাইড রাইস রান্না :

প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিন ।

এতে রসুন কুচি যোগ করুন ।

রসুন বাদামি রং ধারন করলে মুরগির মাংসের টুকরা দিন । ভালো করে ভাজতে থাকুন ।

এর পরে মটরশুটি দিন। আরো কিছুক্ষণ রান্না করুন ।

গাজর দিয়ে কিছুক্ষণ নাড়ুন ।

আড়াআড়ি করে কাটা বরবটি দিন।নাড়ুন ।

সবশেষে ক্যাপসিকাম দিন । এখানে লাল রঙের ক্যাপসিকাম দেওয়া হয়েছে । এতে কালারটা সুন্দর আসবে ।

ক্যাপসিকাম দেওয়ার পর সয়াসস ও সামান্য পানি দিন যেন চিকেন ও সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যায় ।

এরপর সবজিগুলো একপাশে সরিয়ে অথবা আলাদা পাত্রে একটু তেল দিয়ে দুটি ডিম ভেঙ্গে ছোট ছোট টুকরা করে নিন ও সবজির সাথে মিশিয়ে দিন ।

এরপর রান্না করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে হালকা করে ফ্রাই করতে থাকুন যেন রাইসগুলো ভেঙ্গে না যায় ।

কিছুক্ষণ রান্না করার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চাইনিজ চিকেন ফ্রাইড রাইস ।

Related Posts

শিখে নিন আপনার অজানা ৪টি বিরিয়ানি রেসিপি

খাসির লেগ রোস্টের বিরিয়ানি উপকরণ আস্ত মাটন লেগ রোস্ট ১টি, পেঁপে বাটা ২ টেবিল চামচ, দই ১ কাপ, বিরিয়ানির মসলা ৪ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল…

তন্দুরি চিকেন বিরিয়ানি এর সহজ রেসিপি

বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ আমরা দেখাবো কিভাবে সুস্বাদু তন্দুরি চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। তন্দুরি চিকেন বিরিয়ানি এর…

মজাদার স্পেশাল তেহারি রেসিপি

তেহারি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। আজ আমরা দেখাবো স্পেশাল তেহারি রেসিপি যা অনুসরন করে আপনি সহজেই সুস্বাদু তেহারি রান্না করতে পারবেন। মজাদার স্পেশাল তেহারি রেসিপি মাংস…

পারফেক্ট বিরিয়ানির রেসিপি

বিরিয়ানি জন্য বিখ্যাত পুরান ঢাকা। পুরান ঢাকার বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সব সময় তো আর পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব…

এই বৈশাখে ৬ পদের খিচুড়ি রান্না করুন ঘরেই

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে একটি রেসিপিগুচ্ছ। এবারের রেসিপিগুচ্ছটিতে দেওয়া হয়েছে কিছু খিচুড়ির রেসিপি। এই শীতে বৃষ্টির মধ্যে রাধতে পারেন এই খিচুড়ি। দেখে নিন খিচুড়ির ৬ পদের…

ফ্রাইড রাইসের নানা ধরনের রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি অনেক বড় রেসিপিগুচ্ছ। এই রেসিপিগুচ্ছটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিগুচ্ছটি থেকে আপনি নানা ধরনের ফ্রাইড রাইস রান্নার রেসিপি পাবেন এবং…