গুড়া দুধের তরমুজ সন্দেশ – মায়ের হাতের রান্না

গুড়া দুধের তরমুজ সন্দেশ – মায়ের হাতের রান্না

অনেক মজার এই রেসিপির নাম গুড়া দুধের তরমুজ সন্দেশ। নাম শুনেই বোঝা যাচ্ছে এর মূল উপাদান গুঁড়া দুধ, দুধ জ্বাল দিয়ে ঘন করার ঝামেলা নেই।

চলুন তাড়াতাড়ি শিখে নিই রেসিপিটি –

উপকরনঃ

১. গুড়া দুধ – ১ কাপ
২. কন্ডেন্সড মিল্ক – ১ কাপ
৩. ঘি – ২ চা চা
৪. খাওয়ার রং – লাল, সবুজ
৫. কালিজিরা – ১ চা চা

প্রোনালীঃ

১মে ননস্টিক প্যানে ঘি দিয়ে চুলায় বসান, এতে কন্ডেন্সড মিল্ক দিয়ে ভালো ভাবে নাড়ুন। কন্ডেন্সড মিল্কে জ্বাল চলে আসলে গুড়া দুধ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার এটা নারতে থাকুন যতক্ষন না আটার কাইয়ের মত না হয়।
চুলা থেকে নামিয়ে একটু অপেক্ষা করুন।

কালিজিরা একটি প্যানে দিয়ে চুলায় একটু গরম করে নিন।

কাই টাকে সমান ৩ ভাগে ভাগ করে নিন।
একভাগে লাল রং ও কালিজিরা মিশিয়ে ভালো করে মথে নিন। মথার সময় হাতে ঘি মাখিয়ে নিবেন, এতে করে হাতে লেগে যাবেনা।

এবার আর একভাগ নিয়ে তাতে সবুজ রং মিশান। ভালো ভাবে মথে নিন।
অন্য ভাগটা সাদাই থাকবে।

এবারে এই কাই গুলো কে প্রত্যেকটা ৪ ভাগে ভাগ করে নিন।

লাল রঙের কাই থেকে একটি ভাগ নিয়ে তা গোল করে বল বানিয়ে নিন, এরপর সাদা কাই থেকে একটা ভাগ নিয়ে তা হাতে টিপেটিপে রুটির মত করে নিতে হবে তারপর তা লাল বলটাতে মুড়ে দিতে হবে। এরপর সবুজ ভাগটা থেকে একভাগ নিয়ে হাতে টিপেটিপে রুটির মত করে ঐ বলটাতে ভালোভাবে মুড়ে দিতে হবে।
এভাবে বাকি গুলো বানিয়ে নিন।

সবগুলো বানানো হয়ে গেলে আধা ঘন্টা অপেক্ষা করুন, যাতে কাই গুলো একসাথে সেট হতে পারে।
তারপর একটু ধারালো চাকু দিয়ে বলটাকে ১মে ২ভাগ করে কেটে নিন , তারপর আবার ২ ভাগ করে নিন। কাটার পর টুকরো গুলো অনেকটা তরমুজের মতো দেখতে লাগবে।

আপনারা অবশ্যই বাসায় তৈরী করবেন মজাদার এই গুড়ো দুধের সন্দেশ।

বিঃ দ্রঃ

কাইটা করার সময় যেনো কোন রকম পানি লাগাবেন না তাহলে কাই শক্ত হয়ে যাবে।

Related Posts

সংগ্রহে রাখুন ও শিখে নিন ৭ ধরনের ফ্রুট কাস্টার্ডের রেসিপি

উপকরণ– ১ তরল দুধ ২ কেজি কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ লবণ আধা চা চামচ চিনি পছন্দ মত প্রস্তুত প্রণালী – ২কেজি…

সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি

সারা পৃথিবীর মতো আমাদের দেশেও কেক অনেক জনপ্রিয় একটি খাবার। আর আমরা দেখাবো সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি। সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি উপকরনঃ ডিম –…

মজাদার রাভা লাড্ডু এর সহজ রেসিপি

খাবার পরে অনেকেই ডেজার্ট হিসেবে মিষ্টি জিনিস পছন্দ করে। রাভা লাড্ডু এজন্য হতে পারে একটি আদর্শ খাবার। আজ দেখুন কিভাবে সহজে রাভা লাড্ডু তৈরি করতে হয়। মজাদার…

স্পেশাল ছানার পুডিং

অনেক তো মেইন ডিশের রেসিপি শেয়ার করা হল! আজ না হয় স্যুইট ডিশ হয়ে যাক। আজ আপনাদের জানাব ছানা দিয়ে কীভাবে পুডিং তৈরি করা হয়। তাহলে চলুন…

স্পেশাল কাশ্মীরি ক্ষীর তৈরি করুন খুব সহজে

বাসায় বসে তৈরি করুন স্পেশাল কাশ্মীরি ক্ষীর । পুরু ঘন দুধ দিয়ে তৈরি ক্ষীরের পদ্ধতি কাশ্মীরের ঐতিহ্যকে বহন করে। আসুন তবে আমরা একটু খেয়ে দেখে মজাদার কাশ্মীরি…

স্বাদে অতুলনিয় ছানা গাজরের হালুয়া

উপকরণ : গ্রেট করা গাজর ১ কাপ, ছানা ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, রোস্টেড কাজু বাদাম গুঁড়া আধা কাপ,…