মৌসুমি ফল লিচু সুস্বাদু আর বেশ মুখরোচকও। কিন্তু এই লিচুই হতে পারে মৃ’ত্যুর কারণ। এমনটাই জা’নিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, সকালে খালি পে’টে লিচু খাওয়া যাবে না। খেলে বি’পদ হতে পারে। এমনকি শি’শুদের বেলায় এতে মৃ’ত্যু পর্যন্তও হতে পারে। লিচু খেতে হবে ভরা পে’টে এবং পাকা লিচু। স’ম্প্রতি ভারতের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, লিচুতে আছে মিথাইলিন সাইকোপ্রোপাইল গ্লাইসিন এমসিপিজি নামের একটি রাসায়নিক পদার্থ। এটি শ’রীরে ঢুকলে দে’হে শর্করা উৎপাদন মা’রাত্মকভাবে কমে যায়। ফলে শ’রীর হয়ে প’ড়ে দু’র্বল। একপর্যায়ে বিশেষ করে শি’শুদের বেলায় মৃ’ত্যু পর্যন্ত ঘটাতে পারে।
তবে গবেষকেরা বলেন, এতে ভ’য় পাওয়ার কিছু নেই। কারণ ভরা পে’টে লিচু খেলে এমনটি হয় না। এ ছাড়া পাকা লিচু খেলেও তেমন কোনো ভ’য়ের কারণ নেই। পাকা লিচুতে উল্লেখিত রাসায়নিক উপাদান সহনীয় মাত্রায় থাকে। ভ’য় শুধু কাঁচা লিচু খাওয়ার বেলায় এবং সেটা খালি পে’টে খেলে।