বর্তমানে আমরা যে পৃথিবীতে বাস করছি তা উন্নত থেকে অরো উন্নত হওয়ার দিকে ছুটে চলেছে। কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের এর পিছনে কতটা মূল্য চোকাতে হচ্ছে। আমরা আধুনিক সমাজ, বিজ্ঞান এবং সোশ্যাল মিডিয়ার বিলাসিতায় এতটাই আসক্ত হয়ে পড়েছি যে আমরা বুঝতে পারছি না এগুলো আমাদের কিভাবে বিপদে ফেলছে। আর আমরা এগুলোকে এমনভাবে উপেক্ষা করছি যেন এগুলোর কোন অস্তিত্বই নেই!
শিল্পী পেট্রি এবং ক্রিসান একবিংশ শতকের আধুনিক সমাজের এমনই কিছু উদাহরণ তুলে ধরেছেন যা কঠিন বাস্তব।
চলুন দেখে নেওয়া যাক!
১.
২.
কার কি যায় আসে যদি আপনার দেশ বিপদে থাকে এবং সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, হাজার হাজার সাধারণ মানুষ মারা যায়।
৩.
ধর্মের নামে রাজনীতি নিয়ে কথা বলা হয় যেখানে ভোটে জেতার নাম করে এক ধর্মের সাথে অন্য ধর্মের হিংসা তৈরি করে দেওয়া হচ্ছে।
৪.
সবকিছুই আসে এবং চলে যায় কিন্তু যুদ্ধ থেকে যায়। যুদ্ধ শুধু মানুষের জীবনে ধবংস ডেকে আনে এবং মানুষ সে সবের ভয়ার্ত স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকে।
৫.
“শয়তান মানুষের সাথে যে ক্রুর পরিহাসটা করেছে তা হল সে মানুষকে ভূল বোঝাতে সক্ষম হয়েছে যে তার কোন অস্তিত্বই নেই”। এর থেকে ভাল ব্যাখ্যা আর কিছু হয় না। এখন মানুষের মুখোসে শয়তানে এই পৃথিবী ভরে গেছে।
৬.
ডাক্তার এবং নার্সরা কি এই সমাজসেবা মূলক পেশায় প্রবেশ করার আগে শপথ নেয় না? তাহলে কেন তারা চিকিৎসা করার নামে আমাদের এইভাবে লুন্ঠন করে?
৭.
এই পৃথিবী এবং তার মানুষদের পার্থক্য বোঝার দরকার আছে, রাজনীতিবিদ কারা আর টাকা হরণকারী চোর কারা, যারা সাধারণ মানুষের টাকা লুঠ করে চলেছে। রাজনীতি এইভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি।
৮.
আমরা ওদের দেখছি না ওরা আমাদের দেখছে? এটা একটা দুষ্ট চক্র যার কোন শেষ নেই!
৯.
স্বর্ণ খনক প্রাণবন্ত জীবন যাপনের একটি নতুন ও আধুনিক পদ্ধতি যার জন্য কোন কাজ করতে হয় না। সুবিধাজনক অনেক ।
১০.
বাচ্চাটাকে ঠিক ভাবে নিঃশ্বাস তো নিতে দাও, হে ভগবান! আজকালকার মিডিয়ারা কোন কিছুরই পরোয়া করে না।
১১.
বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে একটা আঁকা ছবি?
১২.
আজ সবার বোঝা উচিত যে এই পৃথিবীটাকে মানুষের জন্য আরো বসবাসের উপযোগী করে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর আরো জোর দিতে হবে।
১৩.
কেন এটা ধরে নেওয়া হয় যে একজন যোগ্য সৈনিক হতে গেলে তাকে দেশের জন্য প্রাণের বলিদান দিতে হবে? কেন এই ব্যাপারে কেউ কিছু বলে না?
১৪.
এর থেকে কি আর কোন কার্টুন বেশি জীবন্ত হয়ে উঠতে পারবে? এটা বাস্তব যে এধরনের ব্যাপার ঘটে আর এইভাবেই অনেক বাচ্চা জন্মায়, প্রমাণ করে যে আমরা আজ কোন পৃথিবীতে বাস করছি!