কারাচি দম বিরিয়ানির রেসিপি – মায়ের হাতের রান্না

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজন কারাচি দম বিরিয়ানির রেসিপি। এই খাবারটি অনেক সুস্বাদু। যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্পায়নে এই খাবারের জুড়ি মেলা ভার। দেখে নিন-

উপকরণঃ
মুরগির মাংস ২ কেজি,
পোলাওয়ের চাল ১ কেজি,
পেঁয়াজ বেরেস্তা ২ কাপ,
পেঁপে বাটা ৪ টেবিল চামচ,
টক দই ২ কাপ,
আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ,
লবণ ১ চা চামচ,
দারুচিনি ২টি,
লং ৬টি,
এলাচ ২টি,
জায়ফল গুঁড়া আধা চা চামচ,
জয়ত্রি গুঁড়া সিকি চা চামচ,
ঘি আধা কাপ,


কাঁচা মরিচ ১০টি,
আস্ত শাহি জিরা ১ চা চামচ,
কেওড়াজল ১ চা চামচ,
গোলাপজল ১ চামচ,
ধনেগুঁড়া ২ চা চামচ,
লাল মরিচের গুঁড়া ১ চা চামচ,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
গুঁড়ো দুধ ১ কাপ,
জাফরান আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেনঃ
১. পোলাওয়ের চাল, গুঁড়ো দুধ, জাফরান ও ঘি ছাড়া সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে রাখুন।
২. মাখানো মিশ্রণ ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।
৩. পোলাওয়ের চাল কিছুটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
৪. হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তারপর মাখানো মাংস বিছিয়ে দিন।
৫. এর ওপর আরেকটু বেরেস্তা, পুদিনা পাতা, কাঁচা মরিচ দিয়ে আধা সিদ্ধ পোলাওয়ের চাল দিয়ে ঢেকে দিন।
৬. চাল ঢাকা হলে এর ওপর কয়েক জায়গায় চামচ দিয়ে গর্ত করে তাতে দুধে গোলানো জাফরান আর কেওড়াজল, গোলাপজল দিয়ে মাখানো মিশ্রণকে একটু একটু করে ঢেলে দিন।
৭. পোলাওয়ের চালের ওপর আবারও বেরেস্তা দিন। এবার আটা দিয়ে বানানো ময়ান দিয়ে হাঁড়ির মুখ ঢেকে দিন।
৮. হাঁড়ির মুখের ওপর গরম পানির একটা হাঁড়ি বসান, আর অন্যদিকে চুলার আঁচ প্রথম ৫ মিনিট বেশি, তার পরের ১০ মিনিট মাঝারি আঁচে রাখুন।
৯. ১৫ মিনিট পর হাঁড়ির নিচে তাওয়া দিয়ে হালকা আঁচে ৪৫ মিনিট রান্না করে পরিবেশন করুন।

Related Posts

শিখে নিন আপনার অজানা ৪টি বিরিয়ানি রেসিপি

খাসির লেগ রোস্টের বিরিয়ানি উপকরণ আস্ত মাটন লেগ রোস্ট ১টি, পেঁপে বাটা ২ টেবিল চামচ, দই ১ কাপ, বিরিয়ানির মসলা ৪ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল…

তন্দুরি চিকেন বিরিয়ানি এর সহজ রেসিপি

বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ আমরা দেখাবো কিভাবে সুস্বাদু তন্দুরি চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। তন্দুরি চিকেন বিরিয়ানি এর…

মজাদার স্পেশাল তেহারি রেসিপি

তেহারি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। আজ আমরা দেখাবো স্পেশাল তেহারি রেসিপি যা অনুসরন করে আপনি সহজেই সুস্বাদু তেহারি রান্না করতে পারবেন। মজাদার স্পেশাল তেহারি রেসিপি মাংস…

পারফেক্ট বিরিয়ানির রেসিপি

বিরিয়ানি জন্য বিখ্যাত পুরান ঢাকা। পুরান ঢাকার বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সব সময় তো আর পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব…

এই বৈশাখে ৬ পদের খিচুড়ি রান্না করুন ঘরেই

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে একটি রেসিপিগুচ্ছ। এবারের রেসিপিগুচ্ছটিতে দেওয়া হয়েছে কিছু খিচুড়ির রেসিপি। এই শীতে বৃষ্টির মধ্যে রাধতে পারেন এই খিচুড়ি। দেখে নিন খিচুড়ির ৬ পদের…

ফ্রাইড রাইসের নানা ধরনের রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি অনেক বড় রেসিপিগুচ্ছ। এই রেসিপিগুচ্ছটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিগুচ্ছটি থেকে আপনি নানা ধরনের ফ্রাইড রাইস রান্নার রেসিপি পাবেন এবং…