সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া ইন্টারভিউতে চিকিৎসক শ্বেতা গোস্বামী জানিয়েছেন যে,কেবল গর্ভবতী নয়,বরং আরও বেশ কয়েকটি কারণে মেয়েদের পিরিয়ডস বন্ধ হতে পারে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই কারণগুলো-
১. স্ট্রেস –
দৈনন্দিন জীবনে যদি আপনার অতিরিক্ত স্ট্রেস অথবা টেনশন থাকে তাহলে তা প্রভাব ফেলতে পারে আপনার পিরিয়ডসের ওপর।কারণ স্ট্রেস হরমোন ও কর্টিসোল অতিমাত্রায় নির্গত হওয়ার ফলে তা আপনার মেনস্ট্রুয়াল হরমোনে ব্যাপকভাবে ক্ষতি করে।
২. পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) –
আধুনিক জীবনযাত্রার সঙ্গে যারা অভ্যস্ত হয়ে পড়েছেন তাদের এরকম সমস্যায় পড়তে হয়।ডিম্বায়শয়ে যে ধরণের অসুখ হয় তার মধ্যে পরিয়িডিয়সের ব্যাঘাত একটি অন্যতম সমস্যা। পিসিওএস সমস্যা প্রজননের সাথে মহিলাদের অনেক মাত্রায় ওজনও কমিয়ে দেয়।
৩. প্রিম্যাচিওর ওভারি ফ্যালিয়র –
এই সমস্যা দেখা দেয়,যখন ডিম্বাশয় তার কাজ দৈনন্দিন ভাবে করতে পারে। যার ফলে পিরিয়ডসের সমস্যা দেখা দেয়।
৪. অতিরিক্ত কায়িক শ্রম –
রোগা থাকার জন্য অথবা ফিটনেসে ইন্টারেস্ট সম্পন্ন মহিলাদের এই সমস্যা দেখা দেয়।