কেরিয়ার হোক বা সাংসারিক জীবন, প্রতিটি পদক্ষেপেই দাঁড়িয়ে থাকে বড় একটি চ্যালেঞ্জ। আর একবার এই চ্যালেঞ্জ-র মোকাবিলা করতে পারলেই পরবর্তী পদক্ষেপে মেলে কিছুটা স্বস্তি। আর এই একইরকম ভাবে খেলার ছলে Optical Illusion গুলোও আপনাকে চ্যালেঞ্জের মাধ্যমে বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তিত্ব পাইয়ে দিতে পারে। এই প্রতিবেদনের পরের অংশেই দেখতে পাবেন ধাঁধার খেলার প্রশ্ন ও উত্তর।
ধাঁধার নিয়ম
এই ধাঁধার খেলায় FLAG লেখা ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ধাঁধার সঠিক উত্তর খুঁজে দিতে হবে। খেলার নিয়ম হল FLAG লেখা ছবিটিতে লুকিয়ে থাকা অন্য শব্দ কিন্তু মাত্র 15 সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে। তবেই আপনি জয়ী প্রমাণিত হবেন। প্রথমে এই ধাঁধার ছবিটির দিকে তাকালে সবই এক লাগলেও এই FLAG-র মধ্যে থেকেই খুঁজে বের করতে হবে অন্য শব্দটি।
আপনার সময় শুরু হল এখন
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
ধাঁধার উত্তর এবার খুঁজে পেয়েছেন আপনি? আচ্ছা না পেলেও চিন্তার কিছু নেই। কারণ উত্তর খোঁজার জন্য দ্বিতীয় সুযোগও দিচ্ছি। ক্লু হিসেবে জেনে রাখুন, এই ধাঁধার ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে FRAG শব্দটিকে।
দ্বিতীয়বার আপনার সময় শুরু হল এখন
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
উত্তর পেলেন তো। ঠিক আছে না পেলে শেষ চেষ্টা করে দেখুন। পরের ক্লুতে বলে রাখি, আপনার চোখের দৃষ্টিকোণ অনুযায়ী ছবির একদম নীচের দিকে রয়েছে ধাঁধাময় উত্তর।
তৃতীয়বার আপনার সময় শুরু হল এখন
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
নিশ্চিতভাবে এবার Optical Illusion-টির উত্তর পেয়ে গিয়েছেন। এবারও না পেলে প্রতিবেদনের পরের অংশে একটিবার চোখ দিন। দেখুন বসে রয়েছে উত্তর।
উল্লেখ্য, উপরে দেওয়া Optical Illusionটির উত্তর যাঁরা দিতে পারেননি তাঁরা কিন্তু একদম ভাববেন না। আর যাঁরা পেরেছেন তাঁদের জন্য রইল শুভেচ্ছা। কারণ এবারেও আপনাকে উত্তরটি খুঁজে দেবে। আপনি যে লুকানো শব্দ খুঁজছেন তা FLAG লেখা ধাঁধার ছবিটার মাঝের একটু নীচের দিকে তাকিয়ে দেখুন। ছবিটির একদম বামদিকের 4 নম্বর লাইনের নীচের দিক থেকে 5 নম্বরেই লুকিয়ে বসে রয়েছে FRAG।