অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে একটু ধৈর্য্য সহকারে উত্তরের সন্ধান দিলেই আপনার চিন্তাশক্তি বাড়বে হুড়মুড়িয়ে। চোখের দৃষ্টি ঈগলের মতো প্রখর হবে।
ধাঁধার নিয়ম
এই ধাঁধার খেলায় FURIOUS লেখা ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। খেলার নিয়ম হল FURIOUS লেখা ছবিতে লুকিয়ে থাকা অন্য বর্ণমালা মাত্র 20 সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে আপনাকে। তবেই আপনি জয়ী হবেন। প্রথমে অবশ্য এই ধাঁধার ছবিটির দিকে তাকালে সবই এক লাগবে। তবে উত্তর কিন্তু রয়েছে এরই মধ্যে। তাই একটু মনযোগ সহকারে সঠিক উত্তরটি বলুন তো দেখি।
আরও পড়ুন: ঈগলের মতো দৃষ্টি থাকলে ‘GIBE’ এর ভিড়েই ‘GIBS’ পাবেন, মাত্র 13 সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস
আপনার সময় শুরু হল এখন
20
19
18
17
16
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
খুঁজে পেলেন তো উত্তর?ও আচ্ছা পাননি। ঠিক আছে। উত্তর খোঁজার জন্য আপনাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হল। ক্লু হিসেবে জেনে রাখুন, ধাঁধার ছবি থেকে খুঁজে বের করতে হবে CURIOUS শব্দকে।
দ্বিতীয়বার আপনার সময় শুরু হল এখন
20
19
18
17
16
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
কই, উত্তর পেলেন তো আপনি। ঠিক আছে নাহলে শেষ চেষ্টা করে দেখুন তো একবার। নিশ্চয় পারবেন পরের ক্লুতে বলে রাখি, আপনার দৃষ্টিকোণের একেবারে নীচেই আশপাশে রয়েছে ধাঁধাময় উত্তর।
তৃতীয়বার আপনার সময় শুরু হল এখন
20
19
18
17
16
15
14
13
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
Optical Illusion-টির উত্তর পেয়েছেন এবার। ও, না পেলে কিন্তু হতাশ হবেন না। নীচের অংশে আমরা পুরো উত্তর দিয়ে দেব।
উল্লেখ্য, উপরে দেওয়া Optical Illusionটির উত্তর খুঁজে না পেলে একদম ভাববেন না। কারণ এবারেও আপনার উত্তর বলে দেওয়া হবে। আপনি ওই যে লুকানো বর্ণমালাটি খুঁজছেন তা FURIOUS লেখা ধাঁধার ছবিটার একেবারে নীচের দিকে তাকিয়ে দেখুন। ছবিটির ডানদিক থেকে 3 নম্বর লাইনের শেষের দিক থেকে 2 নম্বরেই লুকিয়ে বসে রয়েছে CURIOUS। আপনার সুবিধার্থে উত্তরটি লাল হাইলাইটও করে দেওয়া হয়েছে।