প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন , ‘ আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে ; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে ; সে জান্নাতে যাবে । ’এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে ।
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে ( اَلْوَدُوْدُ ) ‘‘‘ আল-ওয়াদুদু ’’’ একটি । এ পবিত্র নামের আমলে স্বামী-স্ত্রী অমিল ও দূরত্ব কমে যায় ।
আল্লাহর গুণবাচক নাম ( اَلْوَدُوْدُ ) ‘‘‘ আল-ওয়াদুদু ’’’ – এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো –
উচ্চারণ : ‘‘‘ আল-ওয়াদুদু ’’’
অর্থ : ‘ প্রকৃত বন্ধু ’ ; যে তাঁর অনুগত ও তাঁর দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসে । তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি তিনি ইহসানকারী ।
আল্লাহর গুণবাচক নাম (اَلْحَكِيْمُ) – এর আমল
ফজিলত –
- স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপর জনের ওপর অসন্তুষ্ট হয় ; তখন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ( اَلْوَدُوْدُ ) ‘‘‘ আল-ওয়াদুদু ’’’১০০১ (এক হাজার এক) বার পাঠ করে কোনো খাবার-দ্রব্যের মাঝে ফুঁ দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল-মুহাব্বত ও আন্তরিকতা সৃষ্টি হয় ।
পরিশেষে…
যে সব স্বামী-স্ত্রীর মাঝে অমিল ও অসন্তোষ কাজ করে তাদের জন্য এ পবিত্র নাম ( اَلْوَدُوْدُ ) ‘‘‘ আল-ওয়াদুদু ’’’ – এর এ ছোট্ট আমলটি করে তা প্রয়োগের মাধ্যমে তা থেকে মুক্ত হওয়ার তাওফিক দান করুন ।