আমি জানি সেই মুহূর্ততা খুব কষ্টের যখন কেউ আপনাকে গোলাপ উপহার দেয়, আর কিছুদিন পর সেটা নষ্ট হয়ে যায়। আর যদি সেই গোলাপটি আপনার মনের মানুষ দিয়ে থাকে তবে সেটা আরো কষ্টের। কারন সেই গোলাপের সাথে অনেক আবেগ জড়িয়ে থাকে এবং আপনি তাকে অনেকদিন পর্যন্ত তাজা অবস্থায় রাখতে চান। কিন্তু অনেক পদ্ধতি প্রয়োগ করেও সেটা সম্ভব হয়না। তাহলে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
এই জন্যে আপনার চাই একটি গোপালের কাণ্ড ও একটি আলু। এই আলুটিই আপনার গোলাপ কে আবার বাচিয়ে তুলতে সাহায্য করবে।।
বুঝতে পারলেন না? নিচের পদ্ধতি গুলি দেখুন…
আপনার চাই গোলাপের কাণ্ড, আলু, খালি জলের বোতল, মাটি, পাত্র, ছুরি।
চলুন শুরু করা যাক…
একটি সবুজ গোলাপ কাণ্ড বেছে নিন। যেটা কিছুদিন বেচে থাকবে এমন।
ছুরি দিয়ে কান্ডের বাড়তি পাতা গুলো সাবধানে কেটে ফেলুন। সাবধানে, যাতে মুল কান্ডের কোনও ক্ষতি না হয়।
তারপর আলুর মধ্যে ছুরি দিয়ে একটি ছিদ্র করুন। যার মধ্যে গোলাপের কাণ্ডটি খুব সহজেই ঢুকে যেতে পারে। প্রয়োজনে একটু বড় ও করতে পারেন।
এবার সাবধানে গোলাপের কাণ্ডটি আলুর মধ্যে প্রবেশ করান। সাবধানে করবেন, যাতে কান্ড বেকে বা ভেঙ্গে না যায়।
আপনার সুবিধের জন্যে ড্রিল দিয়েও ছিদ্র করে নিতে পারেন।
এবার আপনার পাত্র সাজিয়ে নিন, পাত্রের এক চতুর্থাংশ মাটি দিয়ে ভরতি করুন। দরকারে খুরপি দিয়ে ভালো ভাবে মাটি ভরুন।
এবারে আলুগুলোকে পাত্রের মধ্যে বসিয়ে দিন।
এবার আরো কিছু মাটি আলুর ওপরে দিয়ে পাত্রটি ভরিয়ে ফেলুন।
প্লাস্টিক বোতলের নিচের অংশটি কেটে ফেলুন … কাটা হয়ে গেলে বোতলের ওপরের অংশ গোলাপের কান্ডের ওপরে বসিয়ে দিন।
এক সপ্তাহ মত অপেক্ষা করুন। নিশ্চই পজেটিভ রেজাল্ট পাবেন… এভাবে ঘরোয়া পদ্ধতিতেই নিজের গোলাপের কান্ডে নতুন গোলাপ আনুন…