আলুর চম’ৎকার কিছু ব্যব’হার যা অনেকেরই অজা’না!

আলুর চম’ৎকার কিছু ব্যব’হার যা অনেকেরই অজা’না!

আম’রা সবাই জানি আলু দিয়ে আম’রা নানা রকম সুস্বাদু তরকারী রান্না করা যায় এবং হয়তো এটুকুই জানি। কিন্তু আলু আপনার আরো অনেক কাজে লাগতে পারে! ময়লা দূ’রীকরণ, বগলের নিচের কাল দাগ দূ’র করা এমনকি নানা রকম চিত্রক’র্ম তৈরিতে আলু ব্যবহার হতে পারে।

আজ আম’রা আলুর এমন কিছু ব্যবহারের কথা আপনাদের বলবো যেগুলো পড়ার মনে হতে পারে আলু আপনার সেরা ব’ন্ধু!

মরিচা দূ’র ক’রতে- মরিচা এমন এক স’মস্যা যেটা আমাদের সবাইকে পোহাতে হয়। কিন্তু একটা আলু আপনাকে এই স’মস্যা থেকে মু’ক্তি দিবে।

১। একটা আলুকে অর্ধেক করে কাটুন।
২। সামান্য বেকিং সোডা, লবণ কিংবা কাপড় ধোয়ার ডিটারজেন্ট নিন।
৩। আলুটিকে মরিচার উপর ভাল করে ঘষতে থাকুন যতক্ষণ পর্যন্ত না এটা প’রিষ্কার হচ্ছে। কয়েকবার এমন করলে এটা পুরোপুরি প’রিষ্কার হয়ে যাবে।
৪। এরপর ভাল করে ধুয়ে ফেলুন।

জুতা রাখু’ন প’রিষ্কার এবং চকচকে!- চামড়ার জুতা দে’খতে এবং পরতে বেশ আরাম। এটা অনেক দিন টেকসই হয় বলে আম’রা এটা কিনে থাকি। কিন্তু এটাও মাঝে মাঝে কুঁচকে যায় এবং রঙ হারায় তখন আলু হতে পারে আপনার সেরা সমাধান।

১। আলুকে দুই টুকরা করুন।
২। পুরো জুতো জুড়ে আলুকে ঘষুন।
৩। দে’খতে একটু ময়লা ময়লা মনে হবে কিন্তু চিন্তার কিছু নাই এটা একদম স্বা’ভাবিক।
৪। প’রিষ্কার একটা কাপড় দিয়ে মুছে ফেলুন, পেয়ে যাবেন চকচকে জুতা।

রূপার জিনিসের যত্ন- রুপার জিনিস নিয়ে অনেকের অ’ভিযোগ থাকে, এটা একটা সময় কালচে রঙ ধারণ করে। এটা প্রাকৃতিক, কিন্তু আপনি যদি এর ঝকমকে ভাব ফিরিয়ে আনতে চান তবে একটা আলু আপনাকে সাহায্য করবে।

১। কয়েকটা আলু কে’টে সেদ্ধ ক’রতে দিন, সেদ্ধ হয়ে গেলে আলু সরিয়ে ফেলুন। আপনার কেবল পানিটা দরকার।
২। রুপার জিনিসগুলো পানিতে রাখু’ন এবং এক ঘন্টা অপেক্ষা করুন।
৩। এরপর একটা ব্রাশ দিয়ে ভাল করে জিনিসগুলো ঘষুন।
৪। ভাল করে ধুয়ে টিস্যু প্যাপার দিয়ে মুছে ফেলুন।

বগলের কাল দাগ দূ’র করা- গ্রীষ্মকালে হাফ হাতা কিংবা স্লিভলেস পোশাক আমাদের অনেকের পছন্দের একটা পোশাক। কিন্তু পছন্দ থাকা সত্বেও আম’রা অনেকেই তা পরতে পারি না বগলের কাল দাগে কারণে। এই কাল দাগ আপনি খুব সহজেই কিন্তু দূ’র ক’রতে পারবেন আলুর সাহায্যে।

পদ্ধতি ১ঃ

১। ভাল করে ধুয়ে আলু টুকরা টুকরা করুন।
২। টুকরাগুলো দিয়ে ৩ মিনিট আপনার বগলে মাসাজ করুন।
৩। ৩০ মিনিট অপেক্ষা করুন এবং আলুর রসকে কাজ করার সুযোগ দিন।
৪। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

পদ্ধতি ২ঃ

১। আলু কে’টে তাকে মিহি করে মিশিয়ে ফেলুন।
২। মি’শ্রণটা আপনার বগলে রাখু’ন এবং ১০ মিনিট অপেক্ষা করুন।
৩। ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

মাথা ব্য’থা দূ’র করা- মাথা ব্য’থায় আম’রা সবাই কম বেশি ভুগে থাকি। ওষুধ খেয়ে আর কত পরিত্রাণ নিবেন, এবার একটু প্রাকৃতিক উপায় চেষ্টা করুন।

১। আলু নিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
২। টুকরা করে সেগুলো কপালে রাখু’ন, ব্যান্ডেজ দিয়ে তা কপালে আ’টকে দিতে পারেন।
৩। শুয়ে থাকুন চোখ ব’ন্ধ করে, ব্য’থা গায়েব হবেই।

Related Posts

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু ও মজাদার। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া…

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

আলু আমেরিকায় প্রথম পাওয়া যায়। এই উপমহাদেশেও আলু এসেছে উপনিবেশিকদের হাত ধরে। এই বাঙ্গাল মূলকেই প্রথম আলু চাষ শুরু হয়। কোলকাতা থেকে আস্তে আস্তে আলু ছড়িয়ে পরে…

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

দিন দিন আমাদের দেশে ব্রোকলি বেশ জনপ্রিয় সবজি হয়ে উঠছে। কেউ কেউ এটিকে সবুজ ফুলকপিও বলেন। পুষ্টিবিদদের মতে এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। এই সবজিটি বেশ দুর্বল…

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে…

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

আজকের এই ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার মগজাস্ত্র। নিজের ব্রেনকে নিজেই করুন চ্যালেঞ্জ। আর এই সবটা করুন একটি মাত্র Optical Illusion-এর মাধ্যমে। একটু ধৈর্য্য সহকারে এই ধাঁধা…

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ…