আমার আর কেউ নেই …

আমার আর কেউ নেই …

সুন্দর করে সাজানো রাশি রাশি ফুল। পাশে ফুলের মতোই প্রিয়ন্ময়ী। তবে সে আর সেই চঞ্চল শিশুটি নেই। ঘুমিয়ে আছে কফিনে। পাশের কফিনেই শুয়ে আছেন তার বাবা প্রিয়ক। কোনো কোনো ফুল পাশ থেকে আলতো করে ছুঁয়ে রেখেছে একেকটি কফিন। ওপরে কাগজে সাঁটানো হয়েছে নাম, পাসপোর্ট নম্বর, বক্সের নম্বর। স্বজনরা কফিন খুঁজে বের করে কান্নায় ভেঙে পড়ে। কেউ কেউ পরম মমতায় কফিনে হাত বোলায়। স্বজনরা একে অন্যকে জড়িয়েও কাঁদে। বুকফাটা কান্নার এই ঢেউ কয়েক ঘণ্টা পর ভাসায় ঢাকার আর্মি স্টেডিয়ামও।

গতকাল সোমবার বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে মরদেহগুলো নেপাল থেকে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে জানাজার জন্য আনা হয় আর্মি স্টেডিয়ামে। দুপুর ২টার পর থেকেই স্টেডিয়ামে জানাজায় অংশ নিতে অনেকে হাজির হয়। বিকেল পৌনে ৩টা থেকে নিহতদের শোকার্ত স্বজনরা আসতে শুরু করে।

ভ্রমণে যাওয়ার দুই দিন আগে মন খারাপ ছিল প্রিয়কের মা ফিরোজা বেগমের। তা দেখে হেসে প্রিয়ক মাকে বলছিলেন, ‘দুশ্চিন্তা করছ কেন মা! ছয় দিন পরই তো ফিরে আসব।’ কিন্তু ছয় দিন পর নয়! তাঁর প্রাণপ্রিয় শিশুমেয়েকে নিয়ে প্রিয়ক ফিরলেন আরো এক দিন পর, তবে কফিনবন্দি হয়ে। এদিকে উড়োজাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়া প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানিকে গতকাল সোমবার বিকেলে জানানো হয়েছে স্বামী ও একমাত্র শিশুমেয়ের মৃত্যুসংবাদটি।

গতকাল বিকেলে দেশে প্রিয়ক ও তাঁর শিশুমেয়ের মরদেহ দেশে আসার পর সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামের বাড়িতে। রাত ৮টার দিকে বেজে উঠে লাশবাহী অ্যাম্বুলেন্সের সাইরেন। আর সাথে সাথে ডুপ্লেক্স বাড়িটি থেকে উঠে গগনবিদারী চিৎকার।  সেখানে কফিন দেখেই চিৎকার দিয়ে মূর্ছা যান প্রিয়কের মা। চিৎকার করছেন অ্যানি- ‘আমার আর কেউ নেই, তোমরা সবাই চলে যাও। আমাকে একা থাকতে দাও।’ সেখানে থাকা সবার চোখে ছিল পানি, অনেকে গুমরে কেঁদে ওঠে।

গত সোমবার কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হলে প্রিয়ক ও তাঁর শিশুমেয়ে তামারা প্রিয়ন্ময়ী নিহত হয়। বেঁচে যান তাঁর স্ত্রী আলমুন নাহার এ্যানি, মামাতো ভাই মেহেদি হাসান মাসুম ও মাসুমের স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা। তাঁদের সবার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে।

স্বজনরা জানায়, গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করে ইউএস-বাংলার ব্যবস্থাপনায় বিকেল সাড়ে ৩টায় স্বামীর বাড়ি নেওয়া হয় অ্যানিকে। সেখানে অ্যানির বাবা সালাউদ্দিন মাহমুদ খসরু ও বান্ধবী রাবেয়া আক্তার রাবু স্বামী ও মেয়ের মৃত্যুসংবাদ জানান এ্যানিকে। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত এ্যানি সন্ধ্যা পর্যন্ত তা বিশ্বাসই করছিলেন না। রাত ৮টায় দুটি কফিন দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

রাতে প্রিয়কের বাড়ি গিয়ে দেখা গেল, দোতলা বাড়ির সামনে দুটি কফিন রাখা। কফিন দুটি ঘিরে কয়েক শ মানুষ, সবার চোখেই অশ্রু। বাড়ির ভেতরজুড়ে চলছিল আহাজারি। স্বজন ও প্রতিবেশীরা কাঁদছে। একটি কক্ষে মূর্ছা যাওয়া প্রিয়কের মায়ের মাথায় পানি ঢালা হচ্ছে। পাশে আরেকটি কক্ষে শুয়ে বাকরুদ্ধ অ্যানি ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছেন।

Related Posts

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু ও মজাদার। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া…

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

আলু আমেরিকায় প্রথম পাওয়া যায়। এই উপমহাদেশেও আলু এসেছে উপনিবেশিকদের হাত ধরে। এই বাঙ্গাল মূলকেই প্রথম আলু চাষ শুরু হয়। কোলকাতা থেকে আস্তে আস্তে আলু ছড়িয়ে পরে…

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

দিন দিন আমাদের দেশে ব্রোকলি বেশ জনপ্রিয় সবজি হয়ে উঠছে। কেউ কেউ এটিকে সবুজ ফুলকপিও বলেন। পুষ্টিবিদদের মতে এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। এই সবজিটি বেশ দুর্বল…

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে…

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

আজকের এই ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার মগজাস্ত্র। নিজের ব্রেনকে নিজেই করুন চ্যালেঞ্জ। আর এই সবটা করুন একটি মাত্র Optical Illusion-এর মাধ্যমে। একটু ধৈর্য্য সহকারে এই ধাঁধা…

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ…