মানুষের দেহ কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজম থাকে। এর মধ্যে ২২ জোড়া অটোজম যা দেহের বিভিন্ন প্রকার শরীর বৃত্তীয় কাজে নিয়োজিত থাকে এবং বাকি এক জোড়া ক্রোমোজমকে বলা হয় সেক্স ক্রোমোজম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজম। এ দু’টি ক্রোমোজমের কাজ হচ্ছে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ধারণ করা এ দুটো ক্রোমোজমকে X ও Y চিহ্নে অভিহিত করা হয়েছে।
স্ত্রী দেহের সেক্স ক্রোমোজম দু’টি XX নিয়ে গঠিত;কিন্তু পুরুষ দেহে সেক্স ক্রোমোজম XY নিয়ে গঠিত অর্থাৎ পুরুষের ক্ষেত্রে (44A+XY) শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক পরিণত হয়ে ((22A+Y) ) ধারণ করে এবং স্ত্রী লোকদের ক্ষেত্রে ((44A+XX) ) ডিম্বানু সৃষ্টির সময় ((22A+X ) ও (22A+X) ) হয়। স্ত্রীলোকেরা শুধুমাত্র X ক্রোমোজম বহনকারী ডিম্বানু তৈরিতে সক্ষম।
অন্যদিকে পিতা X এবং Y উভয় ধরনের শুক্রাণু বহন করে।গর্ভধারণের সময় পিতার কোন ধরনের শুক্রাণু স্ত্রীলোকের X বহনকারী ডিম্বাণুর সাথে মিলিত হবে তার ওপর নির্ভর করবে গর্ভস্থ বাচ্চার লিঙ্গ। সুতরাং মায়ের গর্ভস্ত সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ভর করছে পিতার ওপর।
যদি পিতার কাছ থেকে X ক্রোমোজম বহনকারী শুক্রাণু স্ত্রীর ডিম্বানুর সাথে মিলিত হয় তবে ভ্রণের কোষগুলো হবে XX অর্থাৎ কন্যা সন্তান জন্ম হবে। যদি পিতার কাছ থেকে Y ক্রোমোজম বহনকারী শুক্রাণু স্ত্রীর ডিম্বানুর সাথে মিলিত হয় তবে কোষ হবে XY অর্থাৎ পুত্র সন্তান জন্ম হবে। তাহলে স্পষ্টই বুঝা যাচ্ছে গর্ভস্থ সন্তানের লিঙ্গ পিতার ওপর নির্ভরশীল।
আমাদের সমাজে মেয়ে সন্তানের চেয়ে পুত্র সন্তানের জন্মলাভ বেশি আশা করে। কোন কোন পরিবারে একাধিক মেয়ে সন্তান জন্ম হলে তার জন্য এককভাবে মাকেই দায়ী করা হয়। অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে পুত্র সন্তান লাভের জন্য নতুন করে বিবাহ দেয়া হয়, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অনৈতিক। আজও আমাদের সমাজ যে এ ধরনের কুসংস্কারমুক্ত এ কথা সর্ম্পুর্ণ বলা যায় না।
তবে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোকে অনেক দম্পতিই জানতে সক্ষম হয়েছে যে পুত্র সন্তান উপহার দেয়ার পিছনে মার কোনই আবদান নেই-যা কিছু-যা কিছু অবদান একমাত্র পিতার। যে কারণে বর্তমানে সচেতন পরিবার পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ নারীকে আর লাঞ্চনা-গঞ্জনা পোহাতে হয় না।
আমাদের নবী করীম (স.) বলেছেন-যার প্রথম সন্তান কন্যা সে বড় ভাগ্যবান পিতা। তিনি আরো বলেছেন,যার ঘরে একাধিক কন্যা সন্তান রয়েছে, তাদের সঠিকভাবে লালন-পালন করে ভরণ-পোষণ, সুশিক্ষা দিয়ে বিবাহ পর্যন্ত বন্দোবস্ত করে দিয়েছেন সে পিতার জন্য জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা দেয়া হয়েছে।