হালের তরুণদের সেলফি না হলে চলেই না। কিন্তু অসাবধানী মুহূর্তের একটি সেলফিই হতে পারে জীবননাশের কারণ- এ কথা ভুলে যান অনেকেই। ঠিক এমনটাই ঘটতে চলেছিলো ভারতের যুবক শিবার সঙ্গে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
হায়দ্রাবাদের অধিবাসী শিবা চেয়েছিলেন ধাবমান ট্রেনের সঙ্গে সেলফি তুলতে। সেই উদ্দেশ্যে ক্যামেরা তাক করে দাঁড়িয়েও ছিলেন ভারতের দ্রুতগামী মাল্টিমিডিয়া ট্রান্সপোর্ট সিস্টেম ট্রেনের রেললাইনের সামনে।
কেবল ছবিই নয়, ভিডিও করছিলেন তিনি। সেই ভিডিও বুধবারে হয়েছে ভাইরাল। ভিডিতে দেখা যায়, হাসি হাসি মুখ করে রেললাইনের সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন শিবা, ট্রেনের অপেক্ষায়। সামনে থেকে তার বন্ধু তাকে সতর্ক করছেন ট্রেন আসার ব্যাপারে। শিবা বলছেন, ‘অপেক্ষা কর’।
সেই অপেক্ষাই কার হলো শিবার জন্য। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের বাড়ি খেয়ে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে।
ভারতে ‘সেলফি-মৃত্যু’র হার সবচেয়ে বেশি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিপজ্জনক সেলফির কারণে হওয়া মৃত্যুর ৬০% ঘটেছে ভারতে।
ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা আরও জনপ্রিয় ভারতে। ২০১৭’র মে মাসে এভাবে সেলফি তুলতে গিয়ে তড়িতাহত হয়ে মারা যায় এক কিশোর। একই বছরে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু ঘটে এক যুবকের।
ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন
https://youtu.be/EoF0hXSfff0