সহজ স্পঞ্জ রসগোল্লা রেসিপি – মায়ের হাতের রান্না

সহজ স্পঞ্জ রসগোল্লা রেসিপি – মায়ের হাতের রান্না

মিস্টির মধ্যে সবচে সহজ হল এই মিস্টি।খেতে খুব সেটা আর বলার অপেক্ষা রাখে না।মাত্র ২০মিনিট এ বানানো দোকানের মত এই মিস্টি বাসায় বানাতে নিচের রেসিপি দেখে নিন-

উপকরণঃ
ছানা:দেড় লিটার দুধের ছানা হয়েছে১কাপ
মেজারমেন্ট কাপের
চিনি:দেড় কাপ
পানি:৬কাপ
লেবুর রস বা ভিনেগার :২টে চামচ
এলাচ:৪টা

প্রণালিঃ

প্রথমে ছানা করতে হবে।দুধে একটা বলক আসলে লেবুর রস বা ভিনেগার দিন। এটার দেবার পর দেখবেন দুধ জমাট হয়ে যাবে আর পানি আলাদা হয়ে যাবে। তখন পানিটা হাল্কা সবুজ কালার হয়ে গেলে বুজতে হবে ছানা রেডি। তখন নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এক ঘন্টা কোথাও ঝুলিয়ে রাখলেই হবে। এক ঘন্টা পর ছানা প্লেট এ নিয়ে ভাল করে মথে নিন। খুব ভাল করে মথে নিতে হবে না হয় মিস্টি ভাল হবে না।

এবার এখান থেকে ছোট ছোট বল করে নিতে হবে। এবার চুলায় ৬কাপ পানি আর চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। সাথে এলাচ দিন।সিরায় এক্টা বলক আসলে মিস্টি গুলু দিয়ে ঢাকনা ঢেকে রান্না করতে হবে। ১০মিনিট। চুলার আচ বাড়ানো থাকবে। ১০মিনিট পির মিস্টি গুলু ফুলে ডাবল হয়ে যাবে। তখন মিসস্টি গুলু উলটে আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে১০মিনিট। এই ১০মিনিট এ মিস্টি হয়ে যাবে। চাইলে সিরায় রেখে দিতে পারেন ৪/৫ঘন্টা।

Related Posts

সংগ্রহে রাখুন ও শিখে নিন ৭ ধরনের ফ্রুট কাস্টার্ডের রেসিপি

উপকরণ– ১ তরল দুধ ২ কেজি কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ লবণ আধা চা চামচ চিনি পছন্দ মত প্রস্তুত প্রণালী – ২কেজি…

সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি

সারা পৃথিবীর মতো আমাদের দেশেও কেক অনেক জনপ্রিয় একটি খাবার। আর আমরা দেখাবো সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি। সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি উপকরনঃ ডিম –…

মজাদার রাভা লাড্ডু এর সহজ রেসিপি

খাবার পরে অনেকেই ডেজার্ট হিসেবে মিষ্টি জিনিস পছন্দ করে। রাভা লাড্ডু এজন্য হতে পারে একটি আদর্শ খাবার। আজ দেখুন কিভাবে সহজে রাভা লাড্ডু তৈরি করতে হয়। মজাদার…

স্পেশাল ছানার পুডিং

অনেক তো মেইন ডিশের রেসিপি শেয়ার করা হল! আজ না হয় স্যুইট ডিশ হয়ে যাক। আজ আপনাদের জানাব ছানা দিয়ে কীভাবে পুডিং তৈরি করা হয়। তাহলে চলুন…

স্পেশাল কাশ্মীরি ক্ষীর তৈরি করুন খুব সহজে

বাসায় বসে তৈরি করুন স্পেশাল কাশ্মীরি ক্ষীর । পুরু ঘন দুধ দিয়ে তৈরি ক্ষীরের পদ্ধতি কাশ্মীরের ঐতিহ্যকে বহন করে। আসুন তবে আমরা একটু খেয়ে দেখে মজাদার কাশ্মীরি…

স্বাদে অতুলনিয় ছানা গাজরের হালুয়া

উপকরণ : গ্রেট করা গাজর ১ কাপ, ছানা ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, রোস্টেড কাজু বাদাম গুঁড়া আধা কাপ,…