অনেক নারীই আয়নার সামনে দাড়িয়ে নিজের দিকে তাকিয়ে বেশ আফসোসই করে থাকেন । যদিও সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে আফসোস করা উচিত নয় মোটেও , তারপরও নিজের চেহারার দিকে তাকিয়ে নিজে আরেকটু আকর্ষণীয় না হওয়ার আক্ষেপ থাকে মনে ।
মেকআপের আড়ালে নিজেকে লুকিয়ে অনেকেই আকর্ষণীয় হয়ে উঠতে চান । কিন্তু শুধুমাত্র সৌন্দর্য নয় নারীর আকর্ষণীয় হয়ে উঠার পেছনে রয়েছে তার আরও দারুণ কিছু বৈশিষ্ট্য । এই বৈশিষ্ট্যগুলোই রয়েছে আকর্ষণের মূলে , কারণ সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এই সকল বৈশিষ্ট্য নয় ।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন ৭ টি বৈশিষ্ট্য নারীকে করে তোলে অনেক আকর্ষণীয়…
১) একজন নারীকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তার উচ্ছলতা এবং প্রাণবন্ততা । একজন নারী একটি আলোকিত মশালের মতো যেখানে না সবটা স্থান আলোকিত করে দেয়ার ক্ষমতা রাখেন । আর এমন নারী অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন ।
২) নারীরা আসল সৌন্দর্য তার ভেতরের আসল মানুষটি । তিনি যতোটা মেকিভাব গ্রহন করেন ততোটাই জটিল হয়ে উঠেন যা শুধুমাত্র মানুষকে দুরেই ঠেলে দেয় । মেকি ভাব ধরা নারী বাহ্যিক দিক দিয়ে আকর্ষণীয় হলেও ভেতরের দিকে মোটেও আকর্ষণীয় নন ।
৩) মেকআপ করে সব সময় নিজেকে লুকিয়ে রেখে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায় না । নারীর প্রাকৃতিক সৌন্দর্যই সকলের কাছে বেশি আকর্ষণীয় ।
৪) স্বাবলম্বী নারী অনেক বেশি আকর্ষণীয় হন । আজকালকার যুগে একা চলতে পারেন না এমন ধরণের নারী তেমন পছন্দ নয় কারো । যিনি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন সেই নারীই সকলের কাছে আকর্ষণীয় ।
৫) একজন ব্যক্তিত্বহীন মানুষ কখনোই আকর্ষণীয় নন । একজন নারীর অসাধারণ ব্যক্তিত্বই নারীকে করে তুলতে পারে অনেক বেশি আকর্ষণীয় সকলের কাছে ।
৬) অনেকে ভাবেন নারীদের মাথায় একটু কম বুদ্ধি থাকাই ভালো । কিন্তু যুগের সাথে সাথে পরিবর্তিত হয়েছে মানুষের মন অনেকাংশে । নারীর বুদ্ধিমত্তা অনেক বেশি আকর্ষণীয় করে তোলে নারীকে ।
৭) আত্মবিশ্বাসী মানুষ সকলের কাছেই বেশ পছন্দের । তেমনই এটি নিজেকে আকর্ষণীয় করে তোলার অন্যতম প্রধান একটি হাতিয়ার । আত্মবিশ্বাসী মানুষ সবসময়েই সকলের কাছে অনেক বেশি আকর্ষণীয় । তেমনই আত্মবিশ্বাসী নারী অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেন সকলের চোখে ।