মেকআপ করার যে ভুল গুলো আপনি করে থাকেন! – মায়ের হাতের রান্না

মেকআপ করার যে ভুল গুলো আপনি করে থাকেন! – মায়ের হাতের রান্না

চোখে আইলাইনার ‍দিতে গিয়ে এক চোখে মোটা হয়ে গেছে! বা মেইকআপের সময় ব্রাশে উঠে এসেছে অতিরিক্ত প্রসাধনী! আবার কখনও ফাউন্ডেশন লাগানোর পরও ত্বক কালচে হয়ে যাচ্ছে। মেইকআপ বা প্রসাধনী ব্যবহারে এমনই কিছু সমস্যা হয়ে থাকে হর হামেশাই। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এমনই কিছু সাধারণ সমস্যার সমাধান উল্লেখ করা হয়।

– ত্বকে ফাউন্ডেশন লাগানোর সময় নিখুঁতভাবে বসছে না! এর কারণ হতে পারে ত্বকে জমে থাকা মৃত কোষ, ময়লা এবং ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল। ত্বকে ফাউন্ডেশন ব্যবহারের আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এতে ফাউন্ডেশন ত্বকে বসবে এবং অনেক সময় স্থায়ী হবে।

– অনেকে মেইকআপের শুরুতে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার এড়িয়ে চলেন। এতে আরও বেশি তৈলাক্ত হয়ে ওঠে ত্বক। কারণ ময়েশ্চারাইজার অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করতে সাহায্য করে।

– ফাউন্ডেশন দেওয়ার কিছুক্ষণ পরই মুখ কালচে হয়ে যায়, এর কারণ অ্যাসিডিক ত্বক। আর তাই ত্বকের জন্য সঠিক শেইডের ফাউন্ডেশন বাছাই করা দুষ্কর হয়ে পড়ে। ফাউন্ডেশন কেনার ক্ষেত্রে আগেই ত্বক অ্যাসিডিক কিনা তা জানতে হবে। অ্যাসিডিক ত্বকের ক্ষেত্রে নিজের গায়ের রংয়ের চেয়ে এক শেইড হালকা ফাউন্ডেশন বাছাই করতে হবে।

– ত্বকে একবারে বেশি ফাউন্ডেশন লাগানো খুবই সাধারণ একটি ভুল। তাই ফাউন্ডেশন লাগানোর ক্ষেত্রে প্রথমেই বেশি পরিমাণে ফাউন্ডেশন ত্বকে না লাগিয়ে অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে ত্বকে মিশিয়ে নেওয়া উচিত। পরে প্রয়োজন হলে আবারও ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যেতে পারে।

– লিপস্টিকের রংয়ের সঙ্গে লিপ লাইনারের রং যদি না মেলে তবে দেখতে বেমানান লাগে। তাই লিপস্টিক এবং লিপ লাইনারের রং একই কিনা সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।

– অনেক সময় ব্লাশ লাগানোর সময় ব্রাশে অতিরিক্ত ব্লাশ লেগে যাওয়ার ফলে গাল একটু বেশিই রঙিন হয়ে যায়। এমন সমস্যা হলে একটি পরিষ্কার ব্রাশ গালে বুলিয়ে নিলে অতিরিক্ত ব্লাশ ঝরে পড়বে। ক্রিম বা লিকুইড ব্লাশ হলে একটি তুলার বল ভিজিয়ে চেপে নিলে অতিরিক্ত ব্লাশ উঠে আসবে।

– চোখের নিচে কাজল, আইলাইনার বা মাস্কারা ছড়িয়ে গেলে একটি কটন বাড মেইকআপ রিমুভারে ভিজিয়ে ছড়িয়ে পড়া কাজল মুছে নিতে হবে।

– অতিরিক্ত আইশ্যাডো ব্যবহার করে ফেললে ব্রাশে সামান্য ফাউন্ডেশন নিয়ে শ্যাডো হালকা করে নেওয়া যেতে পারে।

– লিপস্টিক বেশি হয়ে গেলে সামান্য লিপবাম লাগিয়ে টিস্যু পেপার আলতো করে ঠোঁটে চেপে ধরলে অতিরিক্ত লিপস্টিক উঠে আসবে।

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…