ফেসবুকে পেজ খুলে ব্যবসা করে মাসে চার লাখ টাকা আয় করছেন সিরাজগঞ্জের বেলকুচি থানার আবু হানিফ। ফেসবুকে নিজের প্রতিষ্ঠান ‘নীলাভ’ নামে পেজ রয়েছে তার। মূলত তাঁতিদের তৈরি শাড়িসহ অন্যান্য পোশাক ফেসবুকে বিক্রি করে থাকেন তিনি।
স্নাতক পাস করে ব্যবসা শুরু সম্পর্কে আবু হানিফ জানান, শুরুর দিকে সরাসরি শোরুম নিয়ে ব্যবসা শুরু করেন। রাজধানীর বেইলি রোডেও নিজেদের বিক্রয় কেন্দ্র খোলেন। তবে স্বল্প পুঁজিতে মাসিক খরচ উঠিয়ে মুনাফা করা সম্ভব হয়নি।
বিকল্প পথ হিসেবে ফেসবুক বেছে নেন তিনি। এতে তাকে সহযোগিতা করে শপআপ। মূলত শপআপ তাকে ডিজিটাল মাধ্যমে পণ্য বিক্রি, ডেলিভারি, গ্রাহকের সঙ্গে যোগাযোগ প্রভৃতি বিষয়ে সহযোগিত করে। শুরুতে আবু হানিফের তাঁতি ও ডাইং কাজে ১০ কর্মী ছিল। এখন সে সংখ্যা ২০। নীলাভ-এর ফেসবুক পেজে অর্ডার করার ২ দিনের মধ্যে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ৪ থেকে ৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়।
প্রতিদিন গড়ে ১০টি অর্ডার আসে তার। সামনে ভার্চুয়াল এ প্লাটফর্মটি ব্যবহার করে আরও বড় স্বপ্ন দেখেন আবু হানিফ। শপআপ-এর সহপ্রতিষ্ঠাতা সিফাত সারোয়ার বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কীভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সেটি জানেন না। এক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি।