পেঁয়াজ ও রসুন ৩ মাস পর্যন্ত ভালো রাখার উপায়!

পেঁয়াজ ও রসুন ৩ মাস পর্যন্ত ভালো রাখার উপায়!

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি অনেক দরকারি টিপস। অনেক দিন রেখে দেওয়ার পর রসুন শুকিয়ে নষ্ট হয়ে যায় আর পেঁয়াজও পচে যায়। যদি আমরা রসুন ও পেঁয়াজ ভালো উপায়ে সংরক্ষণ করতে পারি, তাহলে এমন সমস্যায় আর পড়তে হবে না। দীর্ঘদিন পেঁয়াজ ও রসুন ভালো রাখবেন কীভাবে, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এই টিপসে। দেখে নিন-

যা যা প্রয়োজন:
ময়লা এবং দাগ ছাড়া ভালো মানের রসুন ও পেঁয়াজ;
কাগজ ছিদ্র করার যন্ত্র (পাঞ্চ মেশিন);
বাদামি রঙের কাগজের ব্যাগ;
ক্লিপ অথবা রশি, যা দিয়ে ব্যাগের মুখ বন্ধ করা যাবে।

যেভাবে করবেন:
১. প্রথমে পুরো কাগজের ব্যাগ ছিদ্র করে নিন। নিজের ইচ্ছামতোই ছিদ্র করতে পারেন। তবে একটু ফাঁক রেখে ছিদ্র করুন। কাগজের ব্যাগটি ভাঁজ করে এর পর যন্ত্র দিয়ে ছিদ্র করুন। এতে সমানভাবে ছিদ্র হবে। আর দুটো ছিদ্রের জায়গাও থাকবে। তা না হলে দুটো ছিদ্র পর পর হয়ে গেলে বড় ছিদ্র হয়ে যেতে পারে। দুটি ছিদ্রের মধ্যে এক ইঞ্চি পরিমাণ ফাঁক থাকলেই হবে। এই ছিদ্র ব্যাগের মধ্যে বাতাস প্রবেশ করতে সাহায্য করবে।

২. এবার এই ব্যাগের মধ্যে পেঁয়াজ ও রসুন রাখুন। অর্ধেকটা ভরে রাখুন। এর পর ব্যাগের মুখটা ভাঁজ করে ক্লিপ অথবা রশি দিয়ে ভালো করে বেঁধে নিন।

৩. এবার আগের জায়গায় ব্যাগটি রেখে দিন। তবে অনেক কিছুর সঙ্গে রাখাই ভালো। রুমের তাপমাত্রায় এমন জায়গায় রাখুন, যাতে ব্যাগের ভেতরে বাতাস প্রবেশ করতে পারে।

এভাবে প্রায় তিন মাস পর্যন্ত পেঁয়াজ ও রসুন ভালো থাকবে। যদি আপনি সঠিক উপায়ে এগুলো সংরক্ষণ করতে পারেন, তাহলে এর স্বাদ নতুনের মতো থাকবে এবং পচে যাবে না।

পরামর্শ:
পেঁয়াজ ও রসুন অন্ধকার, ঠান্ডা (ফ্রিজে না) এবং শুকনো জায়গায় বেশি ভালো থাকে।

৬৫ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে তিন মাসের বেশি সময় পেঁয়াজ ও রসুন ভালো থাকবে।

ঠান্ডা, অন্ধকার বেইজমেন্টেও এগুলো অনেক দিন ভালো থাকে।

পেঁয়াজ কখনোই বেশিদিন ফ্রিজে রাখবেন না। এতে পেঁয়াজের স্বাদ এবং কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

প্লাস্টিকের ব্যাগে কখনোই পেঁয়াজ ও রসুন রাখবেন না। বাতাস প্রবেশ না করার কারণে এগুলো পচে যেতে পারে।

আলুর সঙ্গে পেঁয়াজ রাখবেন না। এতে দুটোই অনেক দ্রুত নষ্ট হয়ে যাবে।

Related Posts

তীব্র গরমে মাত্র ৫ মিনিটে ঘর ঠাণ্ডা করার সহজ কয়েকটি উপায়…

গরম থেকে বাঁচতে এখন এসির ওপর নির্ভর করতে হয়। কিন্তু নানা কারণে অনেকে এসি ব্যবহার করতে পারেন না। আবার গরমে দৈনন্দিন জীবনে অস্বস্তিতে ফেলেছে। ঘর ঠান্ডা রাখতে…

রান্নাকে সুস্বাদু করার সাতটি ম্যাজিক ট্রিক্স

রান্না একটি শিল্প৷ কিন্তু সবসময় নিপুন হয় না শিল্পকর্ম৷ ঠিক তেমনই রাঁধুনীও সব রান্না সবসময় সুস্বাদু করতে পারেন না৷ অথবা সবসময় মনোসংযোগ ঠিক হয় না৷ তার ফলে…

জানেন কি এইসব খাবার মাইক্রোওয়েভে গরম করলে বিপদ হতে পারে?

প্রতিদিন বাজার করে টাটকা খাবার খাওয়ার মতো সময় এখন আর আমাদের নেই। একবারে অনেক খাবার কিনে রেফ্রিজারেটরে রাখা আবার সেই খাবার রান্না করে ফ্রিজিং। তারপর যখন দরকার…

উৎসবে হোক স্বাস্থ্যকর রসনাবিলাস, জেনে নিন কিছু টিপস!

আসুন জেনে নিই সুস্থভাবে নির্বিঘ্নে উৎসব উদযাপন করার জন্য আপনার রসনাবিলাস কেমন হতে পারে সেই সংক্রান্ত কিছু দরকারি টিপস। ১) উপকরণ বাছাইয়ে সচেতন হোন মেন্যুটি যেন স্বাস্থ্যসম্মত…

তরমুজ মিষ্টি কিনা চিনবেন যেভাবে!

তরমুজ কিনতে গিয়ে ঠকে যান অনেকে। বুঝতে পারেন না কোনটি মিষ্টি ও খেতে সুস্বাদু তরমুজ। অনেক তরমুজ ফ্যাকাশে, খেতেও পানসে হয়।তাই দেখে শুনে তরমুজ কিনুন। আসুন জেনে…

খিচুড়ি ঝরঝরে করবেন যেভাবে

ভুনা খিচুড়ি রান্না করতে যা যা লাগবে ১) ১ কাপ বাসমতি চাল ২) আধা কাপ মুগডাল ৩) পাঁচফোড়ন ৪) আদা কুচি ৫) সয়াবিন তেল ৬) লবন ও…