পার্টি মেকআপে প্যানকেক ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন – মায়ের হাতের রান্না

পার্টি মেকআপে প্যানকেক ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন – মায়ের হাতের রান্না

পার্টি মেকআপে নিজেকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে প্যানকেক ব্যহার করা হয়। কিন্তু প্যানকেক শুধু ব্যবহার করার ইচ্ছা থাকলেই তো চলবে না, প্যানকেক লাগানোর সঠিক নিয়মটিও জেনে নিতে হবে। তাই প্যানকেক ব্যবহারে দক্ষ হাতের প্রয়োজন।

তাই নিজেকে প্যানকেক ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে চলুন দেখে নেই প্যানকেক ব্যবহারের সঠিক নিয়মগুলি,

* প্যানকেক ব্যবহারের আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখ পরিষ্কারের পর মশ্চারাইজার ব্যবহার করতে হবে। মশ্চারাইজার ব্যবহারের পর ৩-৫ মিনিট অপেক্ষা করুন। এতে মশ্চারাইজার ত্বকে ভালমতো সেট হয়ে যাবে।

* এরপর প্যানকেক লাগাতে হবে। স্পঞ্জ পাফ পানিতে ভিজিয়ে প্যানকেক ব্যবহার করতে হয়। আখত্রে ঠাণ্ডা পানি হলে সবচেয়ে ভালো হয়, এতে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

* স্পঞ্জ পানি থেকে তুলে অতিরিক্ত পানি ফেলে দিয়ে, ভিজা স্পঞ্জ দিয়ে প্যানকেক নিয়ে সমানভাবে পুরো মুখে ভালভাবে লাগাতে হবে। একেবারে পুরু করে না লাগিয়ে হালকা করে স্তরে স্তরে লাগাতে হবে। প্রতিবার লাগানোর সময় মুখে পানি স্প্রে করে নিতে হবে, এতে সব জায়গায় সমানভাবে লাগবে।

* প্যানকেক সেট হতে ১০-১৫ মিনিট সময় লাগে। এই সময় পর আপনি বুঝতে পারবেন, মুখের সব জায়গায় সমানভাবে লেগেছে কি না। সেই সাথে কালার ম্যাচিংটাও তখন বুঝে নেয়া যাবে।

* হলুদ প্যান লাগানোর কারনে অনেকসময় মুখের ত্বক কিছুটা হলদেটে হয়ে যায়। এ ক্ষেত্রে ২-৩টি প্যানকেক মিশিয়ে লাগানোর সময় স্পঞ্জে হলুদ রঙের প্যানকেকটি প্রথমে লাগাতে হবে।

* নাকের দুই পাশ, গালের হাড়, থুঁতনি, চিবুক ইত্যাদি ভাজের অংশ ঢাকার জন্য ডার্ক শেড ব্যবহার করতে হবে। সরাসরি ডার্ক শেড ব্যবহার না করে, উপযোগী নির্দিষ্ট শেডের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে।

সতর্কতাঃ
* প্যানকেক পরিষ্কার করতে বেবি অয়েল বা অয়েল বেসড ক্লিনজার ব্যবহার করলে ভালো হয়। পরিষ্কার করার পর হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করে নিতে হবে। এতে চুলের আশেপাশে লেগে থাকা মেকআপ উঠে যাবে।

* প্যানকেক অনেকসময় ত্বককে শুষ্ক করে দেয়। তাই প্যানকেক লাগানোর পরদিন ত্বকের বিশেষ যত্ন নিতে হবে।

* প্যানকেক কেনার সময়, এটা পানি প্রতিরোধী কি না বা গরম ও আর্দ্রতায় কতটা কার্যকর, স্থায়িত্ব কেমন সবকিছু যাচাই বাছাই করে নির্বাচন করতে হবে।

* প্যানকেকের মেকআপ ভারী হওয়ায় এটা অনেকসময় মুখের পোরগুলো বন্ধ করে দেয়। ফলে ব্রণ দেখা দেয়। তাই প্যানকেক ব্যবহারের আগে বরফ ও টোনার ব্যবহার করুন।

Related Posts

ত্বক উজ্জ্বল হবে এই পাঁচ প্যাকের গুণে, জেনে নিন কী কী ব্যবহার করবেন

ত্বক উজ্জ্বল হবে এই পাঁচ প্যাকের গুণে, জেনে নিন কী কী ব্যবহার করবেন

ত্বকের যত্ন নিতে মেনে চলুন ঘরোয়া টোটকা (Home made tips)। ত্বকের যত্ন নিতে ব্যবহার করতে পারেন এই পাঁচটি ফেসপ্যাক। এই প্যাকের গুণে মাত্র কয়েক মিনিটে ত্বক উজ্জ্বল…

ঘাড়ের বিশ্রী কালো দাগ দূর করুন ঘরোয়া ৫টি উপায়ে!

অনেকের মুখের রঙের তুলনায় ঘাড়ের রং কালো হয়ে থাকে। বিশেষ করে যারা মোটা তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে। আবার কারো কারো ঘাড়ে কালো দাগ দেখা দেয়।…

কুচকে যাওয়া চামড়া টানটান করার ৬টি ঘরোয়া সহজ পদ্ধতি!

আজকাল বুঝি আয়নার সামনে দাঁড়িয়ে টের পাচ্ছেন যে আপনার বয়স বাড়ছে? গালের ত্বক কুঁচকে যাচ্ছে? আপনার অ্যাদ্দিনের মাখনের মতো টানটান ত্বকে বলিরেখা পড়ছে? চিন্তায় রাতের ঘুম উড়ে…

মাত্র ১ ঘন্টায় ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়!

সুন্দর ফর্সা উজ্জ্বল ও মসৃণ ত্বকের অধিকারী হওয়া সবার একটা স্বপ্ন। স্বপ্ন পূরণের পথে অনেক সময় অন্তরায় হয় ব্ল্যাকহেডস বা কাল আঁচিল। গ্রাম্য অথবা শহুরে উভয় জীবনে…

ফর্সা উজ্জ্বল ত্বক পেতে রইল ১০ টি প্রাকৃতিক টিপস

সুন্দর ও উজ্জ্বল ত্বক আপনার সৌন্দর্য্যকে বাড়িয়ে তোলে। কিন্তু আপনার মুখের কালো ছোপ, ব্রণ, বলিরেখা, অবাঞ্ছিত লোম, ত্বকের রুক্ষতা বা অতিরিক্ত তৈলাক্ত ত্বক আপনার এই উজ্জ্বল ও…

ঝামেলা ছাড়াই অলস মেয়েদের চাই ফর্সা ত্বক? রইলো কার্যকরী ৭ টিপস

উজ্জ্বল ত্বক পেতে মেয়েরা অনেক চেষ্টা করে থাকেন। যদিও এমন একটি ছোট অলস দল আছে যারা তাঁদের ত্বককে ভালো দেখানোর জন্য কোন কাজই করেনা। তবুও তারা নরম,…