পারফেক্ট টেস্ট তন্দুরি নান এর সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

পারফেক্ট টেস্ট তন্দুরি নান এর সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

তন্দুরি নান এবং নান বা বাটার নানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে । নান সাধারণত দুই পিঠ ই সফট হয় আর তন্দুরি টা একটু স্মোকি বা পোড়া পোড়া ভাব থাকে । এবং সামান্য ক্রিস্পি হয় ।

তন্দুরি নান (পারফেক্ট টেস্ট) এর সহজ রেসিপি

উপকরণঃ

  • ময়দা – ২ +১/২ কাপ
  • ইস্ট – ১ চা চামচের সামান্য বেশি (হাইকো ব্রান্ডের টা দিয়েছি )
  • বেকিং পাউডার- ১/২ চাচামচ
  • কুসুম গরম পানি – ৩/৪ কাপ (চারভাগের ৩ ভাগ )
  • গুড়া চিনি – ১ টেবিল চামচ
  • তেল – ৩ টেবিল চামচ
  • লবন – সামান্য
  • বাটার – সামান্য

লবন পানিঃ

  • ১কাপ পানি , ১/২ চাচামচ লবন ও ২ চিমটি চিনি এক সাথে মিক্স করে রাখুন।

প্রনালিঃ

  • প্রথমে কুসুম গরম পানিতে ইস্ট ও তেল দিয়ে গরম স্থানে ঢেকে রাখুন ৫ মিনিট ।
  • বাটার ছাড়া বাকি সব উপকরন একসাথে বড় একটি পাত্রে মিশিয়ে রাখুন ।
  • ৫ মিনিট পর ইস্ট ময়াদার সাথে মিক্স করে নিন ।
  • পানি লাগলে অল্প অল্প পানি দিয়ে মাখাতে থাকুন ।
  • অনেক সময় নিয়ে খুব ভাল করে নরম তুলতুলে করে ডো তৈরি করুন ।
  • রুটির ডো এর চাইতে নরম হবে ।
  • এবার ভাল করে ঢেকে গরম স্থানে ১-২ ঘণ্টা রাখুন ।
  • ফুলে দ্বিগুণ হয়ে গেলে আবারো মেখে নিন ।
  • ছোট ছোট বল তৈরি করআ হলে পাতলা করে রুটি বেলে মাঝখানে সামান্য বাটার ব্রাশ করে দিন । পরে পরটার মতো করে গোল করে ভাজ করুন ।
  • ভাজ করা বলটি দিয়ে আবারো রুটি তৈরি করুন ।
  • রুটির চাইতে সামান্য মোটা করে রুটি বেলুন । বেলার সময় সামান্য ময়দা ব্যবহার করতে পারেন ।
  • ফ্রাই প্যান গরম করে অল্প আচে দিয়ে লবন পানি হাতে করে নিয়ে ছিটিয়ে দিন । পরিমান মতো দিবেন । যাতে রুটি প্যানের সাথে লেগে থাকে । লবন পানি কম দিলে প্যান থেকে রুটি উঠে আসবে ।
  • নান দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখুন ।
  • ফুলে উঠলে ঢাকনা সরিয়ে অপর পিঠ সরাসরি আগুনের উপরে ধরুন । আগুন থেকে সামান্য দূরে রাখবেন । এতে করে রুটির উপর দিকে ফুলে উঠবে এবং হালাকা বাদামি কালার হবে ।
  • এই রুটিটা এভাবে তৈরি করার জন্য এর টেস্ট টা অসাধারন হয় । নিচের দিক সামান্য ক্রিস্পি আর উপরে সফট থাকে ।

টিপসঃ

  • ইস্ট বেশি দিবেন না । ইস্ট যদি বেশি হয়ে যায় আর যদি দেখেন ইস্ট এর গন্ধ আসছে তাহলে কলা অথবা আম বা সামান্য এসেন্স মিক্স করে নিতে পারেন । এতে আর ইস্ট এর গন্ধ আসবে না ।
  • ইস্ট দীর্ঘ সময় ভাল রাখতে চাইলে । বোতলের মুখ শক্ত করে আটকিয়ে নরমাল ফ্রিজে রাখুন । আর কিছুই করা লাগবে না ।
  • চুলায় ফ্রাই প্যানেও করতে পারেন ।

পরিবেশনঃ

  • তন্দুরি চিকেন,গ্রিল, যে কোন ধরনের কাবাব এর সাথে গরম গরম পরিবেশন করুন ।

Related Posts

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু ও মজাদার। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া…

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

আলু আমেরিকায় প্রথম পাওয়া যায়। এই উপমহাদেশেও আলু এসেছে উপনিবেশিকদের হাত ধরে। এই বাঙ্গাল মূলকেই প্রথম আলু চাষ শুরু হয়। কোলকাতা থেকে আস্তে আস্তে আলু ছড়িয়ে পরে…

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

দিন দিন আমাদের দেশে ব্রোকলি বেশ জনপ্রিয় সবজি হয়ে উঠছে। কেউ কেউ এটিকে সবুজ ফুলকপিও বলেন। পুষ্টিবিদদের মতে এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। এই সবজিটি বেশ দুর্বল…

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে…

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

আজকের এই ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার মগজাস্ত্র। নিজের ব্রেনকে নিজেই করুন চ্যালেঞ্জ। আর এই সবটা করুন একটি মাত্র Optical Illusion-এর মাধ্যমে। একটু ধৈর্য্য সহকারে এই ধাঁধা…

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ…