ব্ল্যাকহেডসের যন্ত্রণা যেমন বিরক্তিকর তেমনই বিরক্তিকর যন্ত্রণাদায়ক হোয়াইটহেডস । নাক, নাকের পাশে, থুঁতনিতে সাদা সাদা দানা ওঠার সমস্যায় ভুগে থাকেন অনেকেই যাকে আমরা মূলত হোয়াইটহেডস হিসেবে চিনি।
হোয়াইটহেডস সাধারণত হয় রোমকূপের গোঁড়ায় তেল, সেরাম এবং মরা কোষ জমে থাকার কারণে।নিয়মিত পরিষ্কার করতে না পারলে হোয়াইটহেডসের থেকেই ব্রণের যন্ত্রণা শুরু হয়ে যায়। অনেকেই হোয়াইটহেডসের ঝামেলা এড়াতে পার্লারে চলে যান। কিন্তু হোয়াইটহেডসের জন্য সত্যিই এতো টাকা খরচ করার প্রয়োজন নেই।
ঘরে বসেই খবু সহজে মুক্তি পেতে পারেন এই যন্ত্রণা থেকে। চলুন শিখে নেয়া যাক।
১/ বেকিং পাউডারের পেস্ট :
পরিমাণমতো বেকিং পাউডার নিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ত্বকের উপর হোয়াইটহেডসের স্থানে লাগিয়ে নিন ভালো করে। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে আলতো ঘষে তুলে নিন। দেখবেন হোয়াইটহেডস একেবারেই গায়েব।
২/ লেবুর ব্যবহার :
একটি লেবু মাঝ বরাবর কেটে নিন। এই লেবু চিনির উপরে গড়িয়ে নিন। এবারে চিনি মেশানো লেবু হোয়াইটহেডসের উপরে আলতো করে ঘষে নিন। এভাবে দুই একবার করার পর দেখবেন হোয়াইটহেডস দূর হয়ে গিয়েছে। তবে যদি লেবুতে অ্যালার্জি থাকে তাহলে এটি ব্যবহার করবেন না। বাকি দুটো পদ্ধতি ব্যবহার করুন।
৩/ স্টিম পদ্ধতি :
একটি বড় সসপ্যান ভর্তি ফুটন্ত গরম পানি নিন। এবারে একটি তোয়ালে দিয়ে মাথাসহ গরম পানির সসপ্যান ঢেকে স্টিম নিন হোয়াইটহেডসের উপরে। ১০ মিনিট স্টিম নিলেই রোমকূপের গোঁড়া বড় হয়ে যাবে। এরপর একটি ববি পিন (পার্লারের চিকণ কালো ক্লিপ) নিন। ববি পিনের পেছনের বাকান গোল অংশ দিয়ে হোয়াইটহেডসের উপরে আলতো চাপ দিন। একেবারেই ব্যথামুক্ত ভাবে হোয়াইটহেডসের হাত থেকে মুক্তি পাবেন। এই পদ্ধতিতে ব্ল্যাকহেডসও দূর হয়ে যাবে।