নারী গর্ভবতী হলে , তাঁর নানা পরিবর্তন লক্ষ্য করা যায় , তবে অনেকেই এই পরিবর্তন খেয়াল করে না । এতে নারী নানা অনাকাঙ্খিত সমস্যায় পড়েন । যদি কোন নারী গর্ভবতী হয়ে পড়েন তাহলে প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত তিনি কিছু বুঝতে নাও পারেন । একটু ক্লান্তি , একটু বমি বমি ভাব থাকতেও পারে আবার না-ও থাকতে পারে । হয়তো তিনি সেসব খেয়ালই করলেন না ।
প্রথম যে বিষয়টি লক্ষ্যনীয় সেটা হলো , সময় মাসিক না হওয়া । এটা গর্ভধারণের একটা নিশ্চিত লক্ষণ , তবে আরও অনেক কারণে মাসিক বন্ধ থাকতে পারে । তাই মাসিক বন্ধ হলেই কোনো নারী গর্ভবতী হয়েছেন এমনটা নিশ্চিত করে বলা যাবে না । কিন্তু গর্ভবতী হলে মাসিক বন্ধ হবেই ।
গর্ভবতী হওয়ার লক্ষণগুলো হলো :
- নিয়মিত মাসিক হঠাৎ বন্ধ হওয়া । তবে প্রথম ১২ সপ্তাহ অনিয়মিত ক্ষনস্থায়ী রক্তক্ষরণ দেখা যেতে পারে , যা নিয়মিত মাসিকের মতো নয়। আরও অনেক কারনে মাসিক বন্ধ বা অনিয়মিত হতে পারে ।
- স্তন ভারী ভারী ঠেকেতে পারে , স্তনে ব্যথা অনুভব হতে পারে আর স্তনের বোঁটার চারদিকে গাঢ় অংশ আরও কালচে দেখাতে পারে ।
- ঘন ঘন প্রসাবের বেগ হতে পারে , বিশেষ করে রাতে ।
- আপনি অসুস্থ বোধ করতে পারেন । এমনকি দিনের বেলা বমিও করতে পারেন ।
- যোনিস্রাব বেড়ে যেতে পারে , তবে চুলকানি থাকবে না ।
- হঠাৎ কোনো কোনো খাবারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে পারেন , রুচিবিকার হতে পারেন ।
- ধূমপায়ী মহিলা ধূমপানের প্রতি বিতৃষ্ণা বোধ করতে পারেন ।
- আপনার তলপেট ভরা ভরা লাগতে পারে ।
- আপনার ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব হতে পারে ।