মেডিকেলের মৃত শিশু জীবিত হল কবরস্থানে। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের ঘোষনায় মৃত এক নবজাতক শিশু দাফনের সময় নড়ে চড়ে উঠল।
সোমবার সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধামরাইয়ের শারমিন আক্তার (২০) কন্যা শিশু জম্ম দেন। জন্মের পর শিশুটিকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। পরে নবজাতকটিকে দাফনের জন্য তার মামা শরিফ আজিমপুর কবরস্থানে গেলে, গোসল দেয়ার সময় শিশুটি নড়ে-চড়ে ওঠে। এ সময় শিশুটির শ্বাস-প্রশ্বাস চলছে বুঝতে পেরে দ্রুত নবজাতককে আজিমপুর মেটারনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে পরে শিশুটিকে নগরীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার।
শনিবার রাত ১টায় প্রসব ব্যথা নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের প্রসূতি বিভাগের ১০৫ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বেডে ভর্তি হন শারমিন আক্তার।
শারমিন আক্তারের গ্রামের বাড়ি সাভারের ধামরাইয়ের ছিলামপুর। তার স্বামী মিনহাজ উদ্দিন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/এলকে