আরবীয় মুখরোচক ডেজার্ট লেডিস ডিলাইট রেসিপি

আমরা বাংলাদেশী স্টাইলে করেছি আরবীয় মুখরোচক ডেজার্ট লেডিস ডিলাইট । ওরা বাকলাভা পেস্ট্রি ডো দিয়ে করে , আমি পাউরুটি দিয়ে করেছি… খেতে খুবই মজাদার , ছোট বড় সবার পছন্দ হবে । ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন ।

উপকরন :

ক্রিমের জন্য :

• তরল দুধ : ১কাপ
• গুড়া দুধ : ১/২কাপ
• ক্রিম : ১/২কাপ অথবা ক্রিম/চেদার চিজঃ ১/২কাপ
• কর্ন ফ্লাওয়ার : ১ টেবিল চামচ
• বাদাম কুচি : ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স ইচ্ছে অনুযায়ী

একটি পাত্রে দুধ,গুড়া দুধ, কর্ন ফ্লাওয়ার, ক্রিম মিশিয়ে জাল দিন।ঘন ক্রিম হলে নামিয়ে বাদাম কুচি মিশিয়ে
ক্রিম ঠান্ডা করুন।এসেন্স দিতে পারেন সাদের জন্য ।

অন্যান্য :

• তেল – ১ কাপ
• পাউরুটি : বড় ৬ পিস
• ময়দা : ৩ টেবিল চামচ
• পানি : ২ টেবিল চামচ

প্রণালী :

ময়দাতে পানি গুলে ঘন ব্যাটার বানিয়ে নিন ।
পাউরুটির পাশ কেটে নিন।রুটি বেলার পিড়িতে পাউরুটি পাতলা করে বেলে নিন ।
পাউরুটির একপাশে ক্রিম দিয়ে রোল করুন আর অন্যপাশে,চারিদিকে ব্যাটার দিয়ে আটকিয়ে দিন । (ময়দা দিয়ে খুব ভাল করে চারিপাশ আটকিয়ে নিন, নয়ত তেল ঢুকে ক্রিম বের হবে)
ডুবতেলে অল্পতাপে ভাজুন।তেল ঝড়িয়ে রাখুন ।

সিরার জন্য :

• চিনি : ১কাপ
• পানি : ১/২কাপ
• গোলাপজল : ১ চা চামচ
এ্কটি পাত্রে পানি ,চিনি ও গোলাপজল দিয়ে ফুটিয়ে নিন । সিরা কিছুটা ঘন করুন । চুলা বন্ধ করুন ।
ভাজা রোল গুলো সিরায় ১ মিনিট ভিজিয়ে প্লেটে তুলে রাখুন ।
বাদাম ছিটিয়ে পরিবেশন করুন ।

Related Posts

একসাখে পুরির ৬টি রেসিপি

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে কিছু নানা ধরনের পুরির রেসিপি। বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন নানা ধরনের পুরির ৬টি রেসিপি। পালং পুরি যা…

সুজির মালাই পিঠা…

উপকরণ: দুধ ১ লিটার পরিমাণ, এলাচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ হাফ কাপ, বেকিং পাউডার হাফ কাপ, সুজি ১ কাপ,…

১২ টি রুটি, পাউরুটি ও পরোটা বানানোর রেসেপি

আজ আপনাদের সামনে একটি নয় মজার মজার ১২ টি রেসিপি নিয়ে হাজির হলাম আসুন তা হলে শিখেনি পরোটা,পাওরুটি,নান ও রুটির রেসিপি গুলো । ১। পাউরুটি প্রস্তুত প্রনালী…

বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস…

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই…

গ্যসের চুলায় নান রুটি তৈরির রেসিপি…

নান রুটি সাধারনত তৈরি করা হয় তন্দুরে বা ওভেনে। বাসায় তো আর তন্দুর বানানো সম্ভব না। আর যাদের ওভেন নেই তারা কি নান রুটি বানানো থেকে বাদ…

সংগ্রহে রাখুন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি…

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে অনেক মজার একটি খাবারের কয়েক পদের রেসিপি। এটি হলো পরোটার রেসিপি। দেখে নিন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি। আশা করছি ভালো লাগবে।…